adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের সাবেক ক্রিকেটার ইরফান ও ইউসুফ করোনায় দুর্গতদের খাবার বিতরণ করলেন

স্পোর্টস ডেস্ক : গোটা ভারত লড়াই করছে করোনা ভাইরাসের বিরুদ্ধে। ইতোমধ্যে মৃত্যু হয়েছে ১১৮ জনের। আক্রান্ত ৩ হাজারেরও বেশি মানুষ। সংক্রম ঠেকাতে গোটা ভারতজুড়েই চলছে ২১ দিনের লকডাউন। ১৪ এপ্রিল পর্যন্ত থাকবে।

এ অবস্থায় সমস্যায় পড়েছেন শ্রমিক, গরীব এবং তাদের পরিবারের সদস্যারা। এই যুদ্ধে সামিল হতে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি- যে যার মতো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এবার এগিয়ে এলেন ভারতীয় দলের দুই সাবেক ক্রিকেটার ইরফান পাঠান ও ইউসুফ পাঠান। -আজকাল

গরীব মানুষদের খাবারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন তারা। ইরফান ও ইউসুফ দুইজনেই ঠিক করেছেন গুজরাটের বরোদা এলাকায় গরীব ও দুস্থ মানুষদের মধ্যে ১০ হাজার কেজি চাল ও ৭০০ কেজি আলু বিতরণ করবেন। লকডাউনের কারণে বহু গরীব মানুষের রুটি-রুজিতে টান পড়েছে- এমন সময় দুই ভাইয়ের উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন।
এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে কয়েকদিন আগেই স্থানীয় প্রশাসনের হাতে ৪ হাজার মাস্ক তুলে দিয়েছিলেন দুই ভাই। করোনার ভয়াবহতা নিয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতেও উগ্যোগ নিতে দেখা গেছে তাদের।-জি নিউজ

দেশবাসীকে আবেদন জানিয়ে তারা বলেছিলেন এই সঙ্কটজনক মুহুর্তে সরকারকে যে কোন রকম সাহায্যের জন্য আমরা প্রস্তুত। আগামী কয়েকদিন আরও কঠিন হতে চলেছে। এই অবস্থায় দেশের মানুষকে আমাদের আবেদন ঘরে থাকুন, নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর দিন, আপনার চারপাশের মানুষগুলোর যতœ নিন।

করোনা মোকাবিলায় ইতিমধ্যেই ভারতের একাধিক ক্রিকেটারকেই সহায়তার হাত বাড়াতে দেখা গেছে। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী থেকে শুরু করে মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, হরভজন সিং, গৌতম গম্ভীর, শিখর ধাওয়ান, লক্ষীরতন শুক্লা, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, মহিলা ক্রিকেটার রিচা ঘোষ, মিতালি রাজ, পুনম যাদব, দিপ্তী শর্মার প্রত্যেকেই নিজেদের মতো করে আর্থিক সহায়তা করেছেন। এনডিটিভি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া