adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফাঁকিবাজ মন্ত্রী ও এমপিদের উপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সংসদ অধিবেশন চলাকালীন মন্ত্রী ও অন্যান্য সংসদ সদস্যদের নূন্যতম উপস্থিতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী  শেখ হাসিনা।দেশের নীতি নির্ধারণী পর্যায়ে থেকেও যারা সংসদে নিয়মিত উপস্থিত থাকেন না, তাদের নামের একটি তালিকা তৈরি করে জমা  দেয়ার জন্য হুইপদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।গত ২৯ জানুয়ারি দশম জাতীয় সংসদ অধিবেশ শুরু হওয়ার পর থেকে চলমান মধ্যবর্তী অধিবেশন অবধি সংসদ সদস্যদের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় সংসদে সংসদ সদস্যদের অনুপস্থিতির বিষয়ে ২০ মার্চ হুইপ আতিয়ার রহমান আতিক এবং শহীদুজ্জামান সরকারকে প্রশ্ন করেন তিনি।এর জবাবে হুইপরা জাতীয় সংসদ প্রধানকে জানান যে চলমান উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের অনেকেই নির্বাচনের দায়িত্বে থাকায় তারা সংসদ অধিবেশনে নিয়মিত উপস্থিত থাকতে পারছেন না। তারা উভয়েই এ সময় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে জানান যে, ৩১ মার্চ  নির্বাচন পুরোপুরি শেষ হওয়ার পর  থেকে সংসদ অধিবেশনে মন্ত্রী ও সংসদ সদস্যরা নিয়মিত উপস্থিত থাকবেন।শহীদুজ্জামান সরকার প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বলেন,  শেখ হাসিনা বলেছেন, যারা সংসদ অধিবেশনে নিয়মিত আসছেন না, তাদের নামের একটি তালিকা আমাকে দিন। তাদের অবশ্যই নিয়মিত সংসদে আসতে হবে।তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের অনুপস্থিতির বিষয়ে প্রশ্ন তুললে তারা উপজেলাগুলোতে নির্বাচনী দায়িত্ব পালন করছেন বলে প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। আমরা তাকে বলেছি  যে উপজেলা নির্বাচন শেষ হলেই সবাই আবার একত্রিত হবেন।এ সময় আতিয়ার রহমান স্বীকার করেন যে সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের অনুপস্থিতির বিষয়ে প্রধানমন্ত্রী বেশ ক্ষুব্ধ।গত ২০ মার্চ সংসদ অধিবেশন চলাকালীন মন্ত্রীদের কাছে প্রশ্নপত্র জমা দিয়েই অন্তত চারজন সংসদ সদস্য অধিবেশন থেকে বের হয়ে যান। স্বাস্থ্য মন্ত্রণালয়ে বেসরকারি সদস্য অধ্যাদেশ সংক্রান্ত এক প্রশ্নের জবাব দেয়ার কথা থাকলেও মন্ত্রী  মোহাম্মদ নাসিম সেদিন সংসদ অধিবেশনে উপস্থিতই হননি।বিভিন্ন সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেয়ার কথা থাকলেও এর আগেও মন্ত্রীরা সংসদ অধিবেশনে অনুপস্থিত থেকেছেন এমন রেকর্ড প্রচুর আছে। এমনকি কার্যধারায় থাকলেও সংসদ অধিবেশনে উপস্থিত না হওয়ার নজির আছে অনেক প্রতিমন্ত্রীরও। রোববারের অধিবেশনে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৮ জন নারী সংসদ সদস্য যোগ দেয়ার পরেও এই চিত্রে কোনো ভিন্নতা দেখা যায়নি।সংসদ অধিবেশনে নূন্যতম ৬০ জন সদস্য উপস্থিত থাকার বিধান থাকলেও গত ২৫ মার্চ রাত সাড়ে ৮টার দিকে উপস্থিত সংসদ সদস্যদের সংখ্যা ৬০ জনও না হওয়ায় সেদিনই বিষয়টি সংসদ সচিবালয় কর্মকর্তা শহীদুজ্জামান সরকারের নজরে আনা হয়। এ সময় আওয়ামী লীগের নীতি নির্ধারক আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দীনও সংসদ ত্যাগ করতে চাইলে শহীদুজ্জামান সরকার তাকে বসার অনুরোধ জানান। সে সময় সংসদের সামনের সারিতে ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং বস্ত্রমন্ত্রী এমাজ উদ্দদিন প্রামাণিক।পরে সংসদের লবিতে গিয়ে গল্পরত অবস্থায় বেশ কয়েকজন সংসদ সদস্যকে  ডেকে আনেন আ স ম ফিরোজ ও শহীদুজ্জামান এবং বিধি মোতাবেক নূন্যতম ৬০ জন উপস্থিত সংসদ সদস্যের কোরাম পূর্ণ করেন। এরপরে নীতি নির্ধারকদের সংসদ ত্যাগ না করার জন্য নির্দেশও প্রদান করেন এই দুই হুইপ।সংসদীয় বিধি অনুযায়ী, দেশের একজন প্রতিমন্ত্রীর সমমর্যাদাপূর্ণ হুইপদের অন্যতম দায়িত্ব হলো সংসদে মন্ত্রী ও সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা।মোট ৩৪৫ জন সংসদ সদস্যদের মধ্যে গত ২৪ মার্চের অধিবেশনে বিকাল ৫টা ১০ মিনিটে ৪০ জন নারী সদস্যসহ মোট ১৩৩ জন মন্ত্রী ও সংসদ সদস্য উপস্থিত থাকলেও রাত ৯টা নাগাদ উপস্থিত সদস্যদের সংখ্যা ৬২ জনে নেমে আসে।সেদিন রাত সাড়ে ৯টা পর্যন্ত সংসদের সামনের সারিতে বসা ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া  চৌধুরী এবং টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকি।চলতি অধিবেশনের গত ২৬ দিনে সামনের সারির অনেক সংসদ সদস্যই অধিবেশনের শুরুতে উপস্থিত থাকলেও উপস্থিতিপত্রে স্বাক্ষর করার পরে তাদেরকে সংসদ ত্যাগ করতে দেখা গেছে।গত ২ মার্চ অনুষঠিত অধিবেশনের কার্যবিধিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর দেয়ার কথা থাকলেও সেদিন সংসদে অনুপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রী মোহসিন আলী ও প্রমোদ মানকিন। সেদিন তাদের পক্ষ  থেকে প্রশ্নোত্তর পর্বে উত্তর দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।গত ১১ মার্চ সংসদ অধিবেশন ত্যাগ করেছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া এবং খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। প্রশ্নোত্তর পর্বে সেদিন তাদের অংশগ্রহণ করার কথা ছিল। সেদিনও সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন তোফায়েল আহমেদ। তবে কামরুল ইসলামের পক্ষে বেশ কিছু উত্তর দিলেও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেয়া তার পক্ষে সম্ভব নয় বলেও প্রশ্নদাতা সংসদ সদস্যদের জানান তিনি। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া