adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিয়া মসজিদে গুলিবর্ষণ: মুয়াজ্জিন নিহত, গুলিবিদ্ধ ৩

2015_11_26_19_50_43_CDHIAFpkUVrXzlIJDxnVS5AxNuUp0z_originalডেস্ক রিপোর্ট : বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে মুসল্লিদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এতে মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছেন। এছাড়া তিন মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার মাগরিব নামাজের পর উপজেলার আটমুল ইউনিয়নের হরিপুর বাসস্ট্যান্ড শিয়া মসজিদে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরিপুর বাসস্ট্যান্ড শিয়া মসিজদে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে পড়া হয়। বৃহস্পতিবার মাগরিবের নামাজের সময় নিয়মিত মুসল্লিদের সঙ্গে ২০-২২ বছর বয়সী অপরিচিত তিন যুবক মসজিদে প্রবেশ করে। তাদের মাথায় টুপি এবং পরণে পাজামা-পাঞ্জাবী ছিল। নামাজ শেষে মুসল্লিরা যখন এশার নামাজের জন্য অপেক্ষা করছিলেন ঠিক সেই মুহূর্তে ওই তিন যুবক গুলি ছুঁড়তে থাকেন। গুলির শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যান।

বাম থেকে গুলিবিদ্ধ ইমাম শাহিনুর, মুয়াজ্জিন মোয়াজ্জেম (নিহত), মুসল্লি তাহের ও আফতাব
এ সময় হরিপুর গ্রামের বাসিন্দা ও মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন নিহত হন। এছাড়া আফতাব হোসেন (৪০), মাওলানা শাহিনুর (৩৫) ও আলাদীপুর গ্রামের তাহের মিস্ত্রি (৫০) গুলিবিদ্ধ হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মসজিদটি ঘিরে রেখেছে। জড়িতদের ধরতে এলাকায় অভিযান চলছে।

এর আগে গত ২৩ অক্টোবর দিনগত রাতে রাজধানীর পুরান ঢাকার হোসনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে শিয়াদের ওপর বোমা হামলা করে দুর্বৃত্তরা। এতে নিহত হয় সাজ্জাদ হোসেন নামে এক কিশোর। আহত হয় শতাধিক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া