adv
১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপে জঙ্গী হামলার হুমকি

স্পাের্টস ডেস্ক: আগামী ১ জুন যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে ডালাস স্টেডিয়ামে স্বাগতিকদের মোকাবিলা করবে কানাডা। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে এবারের আসর।

ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দেশ বিশ্বকাপের দল ঘোষণা করেছে। বিশ্বকাপ উপলক্ষ্যে সারাবিশ্ব যখন ক্রিকেট নিয়ে চিন্তায় মগ্ন, তখনই ক্রিকেটের এই উৎসবে বড় ধরনের জঙ্গী হামলার হুমকি দিয়েছে পাকিস্তানের উগ্রবাদী সংস্থা প্রো-ইসলামিক স্টেট (আইএস)।

ক্রিকেটভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে জানায়, ভিডিও বার্তায় আসন্ন বিশ্বকাপে সহিংসতা চালানোর দাবি করেছে আইএস। বিভিন্ন দেশে তাদের নির্যাতন চালানোর বিষয়টিও তুলে ধরেছে তারা।

এদিকে, আইএসের এমন বার্তায় বিচলিত নয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে, বিশ্বকাপে অংশ নেওয়া দেশের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ এবং দর্শকদের নিরাপত্তার দায়িত্ব তাদের। নিজেদের সেই কাজটুকু সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে করবে তারা।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সিইও জনি গ্রেভস বলেন, আমরা আইসিসির সঙ্গে যোগাযোগ রাখছি। যে মাঠগুলোতে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে সেগুলো এবং যে হোটেলে ক্রিকেটাররা অবস্থান করবে সেগুলোর নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমি সব দেশকে জানিয়ে দিতে চাই, যে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও দর্শকদের নিরাপত্তা আমাদের প্রধান লক্ষ্য।

বাংলাট্রিবিউন জানায়, ত্রিনিদাদ ডেইলি এক্সপ্রেস তাদের প্রধানমন্ত্রী কেইথ রাওলির বরাত দিয়ে জানিয়েছে, সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো বিশ্বকাপে এই জঙ্গি হামলা প্রতিরোধে সম্ভাব্য সব পদক্ষেপ নিতে কাজ করছে। তারা আরও জানিয়েছে, বারবাডোজের আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তারা সম্ভাব্য হুমকির বিষয়ে কড়া নজরও রাখছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া