adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নেপাল-ভুটানের চেয়েও পিছিয়ে বাংলাদেশ

photo-1450447329ডেস্ক রিপোর্ট : ব্যবসাবান্ধব পরিবেশের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে ১২১তম। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস-এর তৈরি তালিকায় ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশ এই স্থান পেয়েছে।

তালিকার শীর্ষ দেশ ডেনমার্ক, আর একেবারে সবচেয়ে নিচে রয়েছে শাদ। ফোর্বসের তথ্যানুযায়ী, এ তালিকায় বাংলাদেশের ওপরে স্থান পেয়েছে দক্ষিণ এশিয়ার চারটি দেশ। দেশগুলো হলো শ্রীলঙ্কা (৯১), ভারত (৯৭),  ভুটান (১০১), পাকিস্তান (১০৩) ও নেপাল (১১৮)। এ অঞ্চলের যে দেশটি বাংলাদেশের নিচে রয়েছে তা হলো মিয়ানমার।

১১টি বিষয়কে পরিমাপক হিসেবে বিবেচনায় নিয়ে তৈরি করা হয়েছে বার্ষিক এ তালিকা। বিষয়গুলো হলো সম্পত্তির অধিকার,  উদ্ভাবন,  কর,  প্রযুক্তি ও দুর্নীতি; ব্যক্তিগত, বাণিজ্য ও অর্থনৈতিক স্বাধীনতা;  আমলাতন্ত্র, বিনিয়োগকারীদের সুরক্ষা এবং পুঁজিবাজারের সক্ষমতা। প্রতিটি বিষয়কেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে তালিকা তৈরির ক্ষেত্রে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৩ শতাংশ, মাথাপিছু আয় তিন হাজার ৪০০ মার্কিন ডলার। তালিকার একেবারে নিচে থাকা দেশগুলোতে উচ্চমাত্রার দুর্নীতি হয় এবং এসব দেশের নাগরিকরা কম স্বাধীনতা ভোগ করে থাকে।

ডেনমার্কের পর নিউজিল্যান্ড স্থান পেয়েছে। তৃতীয় নম্বরে রয়েছে নরওয়ে। আয়ারল্যান্ড (৪), সুইডেন (৫), ফিনল্যান্ড (৬), কানাডা (৭), সিঙ্গাপুর (৮), নেদারল্যান্ডস (৯), হংকং (১১) ও সুইজারল্যান্ড (১২)।

যুক্তরাষ্ট্র চার ধাপ নিচে নেমে তালিকার ২২ নম্বরে স্থান পেয়েছে। ২০০৯ সালে দেশটি দ্বিতীয় নম্বরে ছিল। কিন্তু এরপর ছয় বছর ধরে এর অবস্থানের অবনতি অব্যাহতই রয়েছে। যুক্তরাজ্য ও জাপান তিন ধাপ এগিয়ে ১০ ও ২৩ নম্বরে স্থান করে নিয়েছে। জার্মানির অবস্থান ১৮ আর চীন ৯৭ থেকে এগিয়ে ৯৪ নম্বরে স্থান করে নিয়েছে।  

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া