adv
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ২৪ ঘণ্টায় আরও ৫ করোনা আক্রান্ত, মােট সংখ্যা ৬১

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৬১ জনে দাঁড়িয়েছে। নতুন করে করোনা আক্রান্ত কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা ছয়জনই রয়েছে।

শুক্রবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এ তথ্য জানান।

এখন পর্যন্ত ৬১ জনের মধ্যে ২৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে বলা হয়, বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন ২৯ জন। এদের মধ্যে ২২ জন হাসপাতালে আর বাকি সাতজন বাসায় অবস্থান করেই চিকিৎসা নিচ্ছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। একই সময়ে ১০ জনকে আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ৮২ জন আইসোলেশনে আছেন।

ব্রিফিংয়ে আরও বলা হয়, পরীক্ষা বাড়ানোর অংশ হিসেবে ৫১৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আইইডিসিআর নমুনা সংগ্রহ করে ১২৬টি। এটা আজ সকাল ৮টা নাগাদ পাওয়া তথ্য।

এছাড়া ব্রিফিংয়ে ছুটির সময় বাসায় অবস্থান করা, সামাজিক দূরত্ব মেনে চলা, করমর্দন না করা এবং বাসার বাইরে গেলে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া