adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাপান প্যানাসনিক ওপেনে নবম সিদ্দিকুর

SIDDIQনিজস্ব প্রতিবেদক : জাপান প্যানাসনিক ওপেনে গতবার ৭৪তম হয়েছিলেন বাংলাদেশি গলফার সিদ্দিকুর রহমান। সে আসরেই কি না একার তিনি খেলেছেন অসাধারণ। শেষ রাউন্ডে দুর্দান্ত খেলে হয়েছেন নবম। এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার এবারের অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে পেয়েছেন ৩৪ হাজার ৬৫২ ডলার। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ৩০ লাখ টাকার মতো।
রোববার জাপানের চিবা কান্টি ক্লাবের উমেসাতো কোর্সে সিদ্দিকুর সব মিলিয়ে পারের চেয়ে ৮ শট কম খেলে নবম হন। তিনজনের সঙ্গে যৌথভাবে এই ¯’ান অর্জন করেন তিনি।
অবশ্য প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলেন তিনি। দ্বিতীয় রাউন্ডে সিদ্দিকুরের পারফরম্যান্সে উন্নতি হয়, এক শট কম খেলেন। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলে ৩৭তম ¯’ানে উঠে আসেন তিনি।
১৩ লাখ ৭০ হাজার ডলার প্রাইজমানির এই আসরের পারের চেয়ে ১১ শট কম খেলে আসরসেরা হয়েছেন স্বাগতিকদের কুবোয়া কেনিচি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া