adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিহত ৪, যুদ্ধবিমান ভূপাতিত – রুশপন্থিদের ওপর ইউক্রেন বাহিনীর অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক প্রদেশের ক্রামাতোরস্ক শহরে রুশপন্থিদের ওপর সাঁড়াশি অভিযান শুরু করেছে দেশটির সশস্ত্রবাহিনী। শহরটির একটি বিমানঘাঁটিও তারা রুশপন্থিদের হাত থেকে মুক্ত করেছে। অভিযানে এ পর্যন্ত চারজন রুশপন্থি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। 
এদিকে ইতার তাস বার্তা সংস্থা জানিয়েছে, ক্রামাতোরস্ক শহরের উপর দিয়ে উড়তে থাকা ৪টি সুখোই-২৭ যুদ্ধবিমানের একটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে ভূপাতিত বিমানটি রাশিয়ার নাকি ইউক্রেনের বা কারা সেটি ভূপাতিত করেছে তা এ মুহূর্তে জানা সম্ভব হয় নি। 
হামলায় আহতদের সরিয়ে নিতে অ্যারোড্রামটির দিকে কয়েকটি অ্যাম্বুলেন্সকে ছুটে যেতে দেখেছেন ওই এলাকার আশেপাশে কর্মরত সাংবাদিকেরা। 
এদিকে একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ইউক্রেন বাহিনী হেলিকপ্টার গানশিপ, ট্যাংক সাজোঁয়া যান ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ব্যাপক হামলা শুরু করেছে। তার ভাষায়, যে বিমানটি ভূপাতিত করা হয়েছে সেটি অত্যাধুনিক মিগ-২৫ অথবা সুখোই-২৭।
এদিকে শহরের দৈনিক পত্রিকা দ্য ডেইলি নোভস্তি ক্রামাতোরস্ক জানায়, শহরের বিমানঘাঁটির ওপর দিয়ে একটি যুদ্ধবিমান অনেক নিচ দিয়ে উড়ে যাওয়ার সময় সেটিকে ভূপাতিত করা হয়।
এর আগে ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তরও পূর্ব ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরে ইউক্রেন সশস্ত্র বাহিনীর অভিযান শুরু হয়েছে বলে জানায়।

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক প্রদেশের ক্রামাতোরস্ক শহরে রুশপন্থিদের ওপর সাঁড়াশি অভিযান শুরু করেছে দেশটির সশস্ত্রবাহিনী। শহরটির একটি বিমানঘাঁটিও তারা রুশপন্থিদের হাত থেকে মুক্ত করেছে। অভিযানে এ পর্যন্ত চারজন রুশপন্থি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। 
এদিকে ইতার তাস বার্তা সংস্থা জানিয়েছে, ক্রামাতোরস্ক শহরের উপর দিয়ে উড়তে থাকা ৪টি সুখোই-২৭ যুদ্ধবিমানের একটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে ভূপাতিত বিমানটি রাশিয়ার নাকি ইউক্রেনের বা কারা সেটি ভূপাতিত করেছে তা এ মুহূর্তে জানা সম্ভব হয় নি। 
হামলায় আহতদের সরিয়ে নিতে অ্যারোড্রামটির দিকে কয়েকটি অ্যাম্বুলেন্সকে ছুটে যেতে দেখেছেন ওই এলাকার আশেপাশে কর্মরত সাংবাদিকেরা। 
এদিকে একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ইউক্রেন বাহিনী হেলিকপ্টার গানশিপ, ট্যাংক সাজোঁয়া যান ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ব্যাপক হামলা শুরু করেছে। তার ভাষায়, যে বিমানটি ভূপাতিত করা হয়েছে সেটি অত্যাধুনিক মিগ-২৫ অথবা সুখোই-২৭।
এদিকে শহরের দৈনিক পত্রিকা দ্য ডেইলি নোভস্তি ক্রামাতোরস্ক জানায়, শহরের বিমানঘাঁটির ওপর দিয়ে একটি যুদ্ধবিমান অনেক নিচ দিয়ে উড়ে যাওয়ার সময় সেটিকে ভূপাতিত করা হয়।
এর আগে ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তরও পূর্ব ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরে ইউক্রেন সশস্ত্র বাহিনীর অভিযান শুরু হয়েছে বলে জানায়।

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক প্রদেশের ক্রামাতোরস্ক শহরে রুশপন্থিদের ওপর সাঁড়াশি অভিযান শুরু করেছে দেশটির সশস্ত্রবাহিনী। শহরটির একটি বিমানঘাঁটিও তারা রুশপন্থিদের হাত থেকে মুক্ত করেছে। অভিযানে এ পর্যন্ত চারজন রুশপন্থি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। 
এদিকে ইতার তাস বার্তা সংস্থা জানিয়েছে, ক্রামাতোরস্ক শহরের উপর দিয়ে উড়তে থাকা ৪টি সুখোই-২৭ যুদ্ধবিমানের একটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে ভূপাতিত বিমানটি রাশিয়ার নাকি ইউক্রেনের বা কারা সেটি ভূপাতিত করেছে তা এ মুহূর্তে জানা সম্ভব হয় নি। 
হামলায় আহতদের সরিয়ে নিতে অ্যারোড্রামটির দিকে কয়েকটি অ্যাম্বুলেন্সকে ছুটে যেতে দেখেছেন ওই এলাকার আশেপাশে কর্মরত সাংবাদিকেরা। 
এদিকে একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ইউক্রেন বাহিনী হেলিকপ্টার গানশিপ, ট্যাংক সাজোঁয়া যান ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ব্যাপক হামলা শুরু করেছে। তার ভাষায়, যে বিমানটি ভূপাতিত করা হয়েছে সেটি অত্যাধুনিক মিগ-২৫ অথবা সুখোই-২৭।
এদিকে শহরের দৈনিক পত্রিকা দ্য ডেইলি নোভস্তি ক্রামাতোরস্ক জানায়, শহরের বিমানঘাঁটির ওপর দিয়ে একটি যুদ্ধবিমান অনেক নিচ দিয়ে উড়ে যাওয়ার সময় সেটিকে ভূপাতিত করা হয়।
এর আগে ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তরও পূর্ব ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরে ইউক্রেন সশস্ত্র বাহিনীর অভিযান শুরু হয়েছে বলে জানায়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া