adv
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘পঞ্চপা-ব’ এবার ম্যাসাজম্যানদের দিচ্ছে ৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের এই মহামারির সময়ে ক্রিকেটাররা শুরু থেকেই অসহায় মানুষদের পাশে আছেন। সবাই মিলে সংঘবদ্ধভাবে তহবিল গঠনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও যার যার অবস্থান থেকে পাশে দাঁড়াচ্ছেন। এবার বাংলাদেশের ক্রিকেটে ‘পঞ্চপা-ব’ খ্যাত পাঁচ তারা এক হলেন টিম বয়, ম্যাসাজম্যানদের পাশে দাঁড়ানোর জন্য।

করোনার থাবায় মাঠে খেলা নেই। তাই কাজও বন্ধ হয়ে গেছে টিম বয়, ম্যাসাজম্যানদের। অথচ খেলা থাকলে তারাই থাকেন খেলোয়াড়দের সার্বক্ষণিক সঙ্গী। বিসিবির বেতন ভুক্ত না হওয়ায় একটু বেশিই বিপাকে তারা। তাই সাহায্যের আবেদন করেছিলেন ক্রিকেটারদের কাছে। তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। তারা প্রত্যেকে ১ লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এমন উদ্যোগের কথা একটি নিশ্চিত করেছেন মুশফিকুর রহিম। আমরা পাঁচজন মিলে প্রায় ৫০ জনের মতো টিম বয় ও ম্যাসাজম্যানদের ছোট আকারে সাহায্য করছি। যারা সব ক্লাব, বিভিন্ন ক্রিকেট দলগুলোর সঙ্গে কাজ করে তাদের সবাইকে আমরা পাঁচজন মিলে ৫ লাখ টাকা দিচ্ছি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া