adv
১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কোকেন সেবনে ম্যারাডোনার মৃত্যু, মেডিকেল রিপোর্টে দাবি, মেয়ের ক্ষোভ

স্পোর্টস ডেস্ক: চার বছরেরও বেশি সময় হবে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা মারা গেছেন। এতোদিন পর এসেও থেমে নেই জনপ্রিয় এই ফুটবল তারকার মৃত্যু রহস্য উদঘাটনের কাজ। এবার জানা গেল ম্যারাডোনার মৃত্যুর নতুন কারণ। সম্প্রতি এক মেডিকেল রিপোর্টে দাবি করা হচ্ছে, তার মৃত্যুর অন্যতম কারণ হতে পারে কোকেনে।

২০২০ সালের ২৫ নভেম্বর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা যান ম্যারাডোনা। তখন ধারণা করা হয়েছিল হার্ট অ্যাটাকের শিকার হন ম্যারাডোনা। তবে এরপর ম্যারাডোনার মৃত্যুর সময় দায়িত্ব পালন করা আট ডাক্তার ও নার্সের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার কারণে রোগীর মুত্যু হয়েছে কি না-সে বিষয়ে তদন্ত শুরু হয়। বয়েন্সআয়ার্স টাইমস
আর এতেই দেখা দেয় বিপত্তি। যেই আটজনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়, তাদের দুজন ছিলেন ম্যারাডোনার মনোরোগ বিশেষজ্ঞ অগাস্তিনা কোসাশভ ও ডক্টর লিওপোল্দো লুক। তাদের আইনজীবীদের অনুরোধের ভিত্তিতে ম্যারাডোনার হার্ট অ্যাটাকের কারণ অনুসন্ধানে গবেষণা করা হয়। এতেই পাওয়া যায় ভিন্ন রিপোর্ট।

পরীক্ষক পাবলো ফেরারির ওই রিপোর্টে বলা হয়েছে, ‘ম্যারাডোনার ওই সময়ের দ্রুত ও অনিশ্চিত হৃদক্রিয়ার পেছনে বাহ্যিক (এক্সটার্নাল ফ্যাক্টর) কোনো বস্তুর প্রভাব থাকতে পারে। সেটা হতে পারে কোকেইনের মতো নেশাজাতীয় দ্রব্য।

এ তথ্য সামনে আসার পর চটেছেন ম্যারোডোনার মেয়ে জিয়ান্নিনা ম্যারাডোনা। নতুন এই রিপোর্টের প্রতিবাদে জিয়ান্নিনা অটোপসি রিপোর্টের ফল সামনে এনে দেখিয়েছেন- ম্যারাডোনার মৃত্যুর কারণ ছিল পালমোনারি এডেমা। জিয়ান্নিনা বলেন, ২০০৪ সালের ৯ মে থেকে আমার বাবা কোকেইন নেওয়া বন্ধ করে দিয়েছিলেন। অটোপসি রিপোর্টেও প্রমাণ হয় যেদিন বাবা স্বর্গে গেলেন ওইদিন তার হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছিল। গোল ডটকম

জিয়ান্নিনা মনে করেন দায়িত্বে অবহেলার কারণে যাদের বিরুদ্ধে তদন্ত চলছে তারা আসলেই দোষী, ‘নিজেদের কাজ ঠিকমতো না করার কারণেই আজ তারা এখানে। এখন তারা নিজেদের জেলে যাওয়া থেকে বাঁচাতে এইসব করছে। আমি কিছুতেই ভয় পাই না। প্রয়োজনে আমাকে ওদের মেরে ফেলতে হবে। তার আগে আমাকে চুপ করানো যাবে না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া