adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ব্লগার অনন্ত হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র দাখিল

Sylhetডেস্ক রিপাের্ট : সিলেটের বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় সন্ত্রাসবিরোধী আইনের ধারা যুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। সম্পূরক অভিযোগপত্রে নতুন করে সাফিউর রহমান ফারাবীর নাম যুক্ত করে ৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এর মধ্যে তিনজন পলাতক, বাকি তিনজন কারাবন্দী রয়েছেন।
সম্পূরক অভিযোগপত্রে দৈনিক সবুজ সিলেটের ফটো সাংবাদিক ইদ্রিস আলীসহ ১০ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। 
৫ ফেব্রুয়ারি রােববার সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন সম্পূরক অভিযোগপত্রটি অনুমোদন করে আদালতে পাঠিয়েছেন।

এর আগে গেলো বছরের ২৮ আগস্ট আগের দেয়া অভিযোগপত্রে ত্রুটি থাকায় পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। সেই অভিযোগপত্রে পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছিল।

সিআইডির পরিদর্শক আরমান আলী গত ১৮ জানুয়ারি সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার জিআর শাখায় সম্পূরক অভিযোগপত্রটি জমা দেন। সম্পূরক অভিযোগপত্রের সঙ্গে মামলাটি সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০১৩-এর ৪০ ধারায় অনুমোদনেরও আবেদন করা হয়। রােববার সম্পূরক অভিযোগপত্র অনুমোদন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১২ মে সিলেট নগরীর সুবিদবাজারে নিজ বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার অনন্ত বিজয় দাশকে। হত্যার একদিন পর তার বড় ভাই রত্নেশ্বর বাদি হয়ে সিলেট মহানগরের বিমানবন্দর থানায় অজ্ঞাত চার জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া