adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কে করোনায় মৃত স্বজনহীন ও দরিদ্রদের ঠাঁই গণকবরে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয়ে উঠেছে নিউইয়র্কে। দেশটির আক্রান্ত এবং মৃতদের অধিকাংশই অঙ্গরাজ্যটির বাসিন্দা। মৃতদের গণকবর দেয়া হচ্ছে সেখানে।

বিবিসি জানায়, নিউইয়র্ক সিটিতে করোনাভাইরাসে মৃতদের গণকবর দেয়ার দৃশ্য দেখা যাচ্ছে কিছু ছবিতে। হার্ট আইল্যান্ড এলাকায় একটি কবরস্থানে লম্বা একটি গর্ত খুড়ে মৃতদের কফিন সারিবদ্ধ নামিয়ে রাখা হচ্ছে সেখানে।

ছবি দেখা যাচ্ছে, স্বাস্থ্য সুরক্ষা পোশাক পরিহিত কয়েকজন ব্যক্তি লম্বা গর্তে সারিবদ্ধভাবে রাখা কফিনের ওপর মাটি ঢেলে দিচ্ছেন।

যাদের কোনো আত্মীয়স্বজন নেই, এ ছাড়া শেষকৃত্য করার মতো স্বজনদের সামর্থ্য নেই, এমন মৃতদেহগুলোর ঠাঁই হচ্ছে এসব গণকবরে। ১৫০ বছর ধরে এমন মৃতদেহগুলোর জন্য ব্যবহৃত হয়ে আসছে কবরস্থানটি।

কবরস্থান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সপ্তাহে একদিন দাফন কার্যক্রম চললেও করোনা প্রাদুর্ভাবের কারণে সপ্তাহে পাঁচ দিন তাদের এখন কাজ করতে হচ্ছে।

এদিকে মার্কিন অঙ্গরাজ্যটিতে এখন প্রায় এক লাখ ৬০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৭ হাজার ৬৭ জন।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে। দেশটিতে ৪ লাখ ৬৯ হাজার মানুষের মধ্যে করোনা সংক্রমিত হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৭৫ জন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া