adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ পোশাক পরে, একই ধরনের গাড়ি নিয়ে কানাডার রাস্তায় তাণ্ডব, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক : পুলিশের পোশাক পরে, একই ধরনের গাড়ি নিয়ে কানাডার গ্রামাঞ্চলের রাস্তায় প্রায় ১২ ঘণ্টা দাপিয়ে বেড়িয়েছে এক বন্দুকধারী। নোভা স্কটিয়া প্রদেশের এই ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

কানাডার পুলিশ জানিয়েছে, আক্রমণকারীকে মেরে ফেলা হয়েছে।

বিবিসি জানিয়েছে, পোর্টাপিকে শহরে শনিবার অজ্ঞাত বন্দুকধারী রাস্তায় নামলে স্থানীয়দের ঘরে থাকার পরামর্শ দেয়া হয়। জরুরি কল পেয়ে পুলিশ অভিযানে নেমে প্রথমদিকে জানায় তাদের ব্যবহার করা গাড়ির মতো একটি মাইক্রো নিয়ে এলোপাথাড়ি গুলি করছে ওই ব্যক্তি।

স্কটিয়ার বিভিন্ন এলাকায় গুলি চালানোয় পুলিশ এখনো নিহতদের সঠিক সংখ্যা নির্ধারণ করতে পারেনি।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ কনস্টেবল হেইডি স্টিভেনসন বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন। তিনি ২৩ বছর ধরে বাহিনীতে চাকরি করছিলেন।

‘হেইডি জরুরি কলে সাড়া দিয়ে সাধারণ মানুষকে রক্ষা করতে নেমে পড়েন,’ জানিয়ে স্কটিয়া প্রদেশের কমান্ডিং অফিসার লি বার্গারম্যান বলেন, ‘নিজে জীবন দিয়ে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

লি জানান, দুটি বাচ্চা তাদের মাকে হারিয়েছে। একই সঙ্গে এক স্বামী তার স্ত্রীকে হারিয়েছেন। আরও অনেক মানুষ মারা গেছে।

নভেল করোনাভাইরাস নিয়ে চিন্তায় থাকা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই পরিস্থিতিকে ‘ভয়ংকর’ বলেছেন।

দেশটিতে এখন পর্যন্ত ৩৫ হাজার ৫৬ জন নতুন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৫৮৭ জন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া