adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আমিরাতকে হারিয়ে স্বপ্ন বুনছে বাংলাদেশ

Asia cup logo 2016.psdহির ভূইয়া
টাইগারদের ৮ উইকেটে ১৩৩ রানের জবাব দিতে নেমে ১৪ বল অক্ষত রেখে ৮২ রানেই অলআউট আরব আমিরাত। ৫১ রানে জয় তুলে নিয়েছে মাশরাফিরা। টাইগার বাহিনীর পেস বিভাগের সামনে শিশু বাচ্চার মতো অসহায় দেখা গেল আমিরাতের টপ অর্ডারের ব্যাটসম্যানদের। টস জিতে ফিল্ডিং বেছে নেয়া আমিরাত যে ভূল করেছে সেটা তারা বুঝতে পেরেছে ব্যাট করতে নেমে। চার পেসার মিলে ৬ উইকেট আর স্পিন বিভাগে ৪টি। ব্যাট হাতে ২৭ বলে ৩০ অপরাজতি আর বল হাতে ২ ওভারে ৫ রানে ২ উইকটে শকিার ম্যান অব দ্য ম্যাচরে পুরস্কার মাহমুদুল্লাহ-র গলাতইে শোভা পলে।

মুস্তাফিজ আর মাশরাফি ২টি করে ৪টি আর তাসকিন আল আমনি মিলে ১টি করে ২টি মোট পসে বভিাগে ৬ট।ি স্পিনার সাকিব ২টি সঙ্গে মাহমুদুল্লাহ ২টি উইকেট শিকার করেন। এশিয়া কাপের তৃতীয় ম্যাচ খেলবে মাশরাফিরা ২৮ র্ফেরুয়ারী শ্রীলঙ্কার বিপক্ষে।

১৩৪ রানের টার্গেট তাড়া করতে নামা আমিরাতের ওপেনার রোহানের ১৮ আর ওয়ান ডাউনে নামা মোহাম্মদ শাহজাদের ১২ রান  আর মিডল অর্ডারে মাহমুদ ওসমানের ৩০ ছাড়া দুই অংকের ঘরে কেউ পা রাখতে পারেনি। মাশরাফি বাহিনীর পেস আর স্পিনের দুই দিকের কঠিন আক্রমনে দিশেহার ছিল আমিরাত। ১৬ ওভারে তাই তো স্কোর ৯ উইকেটে ৭৯। ২৪ বলে রান প্রয়োজন ৫৫। দ্বিগুনেরও বেশি। কিন্তু সম্ভব হয়নি। শেষ উইকেটটি তাসকিনই নিলেন। স্ট্যাম্পিং হলেন ব্যাটসম্যান আহমেদ রেজা। অলআউট ৮২ রানে (১৭.৪ ওভার)।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের নিজস্ব দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে মাশরাফিরা ২০ ওভারে সংগ্রহ ৮ উইকেটে ১৩৩ দর্শকদের মন ভরেনি। কিন্তু বল হাতে মাশরাফি বাহিনী বুঝিয়ে দিয়েছে তারা কি কি পারে! টস হেরে ব্যাটি করতে নেমে মাশরাফি বাহিনীর রান করতে বেশ ভালই কষ্ট হয়েছে। 

টপ অর্ডার লম্বা জুটি করতে দেয়নি আইসিসির সহযোগি দেশ আরব আমিরাতের বোলিং বিভাগ। শেষ দিকে আমিরাতের টাইট বোলিং মাশরাফিদের হেসে খেলে রান তুলতে দেয়নি। আইসিসির সহযোগি ক্রিকেট খেলুড়ে দেশের বিপক্ষে রীতিমতো যুদ্ধ করে রান করতে হয়েছে!

ওপেন করতে নেমে মিথুন আর সৌম্য সরকার বেশ ভালই করছিলেন। আগের ম্যাচে ভারতের বিপক্ষে ১ রানে বোল্ড হওয়া মিথুন টিকে গেলেন। তবে অপর ওপেনার সৌম্য সরকার ২১ রানে আর দলের ৪৬ রানের মাথায় ক্যাচ দিয়ে বিদায়। এবার দলের ৭২ রানে হার্ড হিটার সাব্বির রহমান মাত্র ৬ রানেই ফেরত গেলেন। তবে মিথুন ছিলেন, সঙ্গী হলেন মুশফিক। ফিফটি দিকে যাচ্ছিলেন। মাঝে তিনি ডাক দিয়েও মুশফিকের সাড়া না পেয়ে ফেরত যেতে নিলে অল্পের জন্য রান আউটের হাত থেকে রেহাই পান।

কিন্তু দলের ৮১ রানের মাথায় মিথুন স্পিনার রোহানের ডেলিভারির লাইন মিস করলেন। এবং বল ব্যাটে লাগে এবং প্যাডে আঘাত করে। মিথুন ভেবে ছিলেন বল পেছন দিয়ে বেরিয়ে গেছে। কিন্তু বল তো উইকেটরক্ষকের গ্লাভসে! আর মিথুন তো ক্রিজে থেকে কমপক্ষে ৪ ফুট বাইরে। যা হাবার তাই হল। স্ট্যাম্পিং না মিথুন রান আউটের শিকাওে পরিণত হলেন। হতাশার বিষয় মুশফিক দাঁড়াবার আগেই চলে গেলেন মাত্র ৪ রান করে। 

৪ উইকেটে পতনের পর ক্রিজে সাকিব আর মাহমুদুল্লাহ জুটি। ১৫ ওভারে দলীয় সংগ্রহ ৪ উইকেটে ৯৪। আর সাকিব ২ মাহমুদুল্লাহ ৭ রানে। ১৬ ওভার শেষে স্কোর ৪ উইকেটে ১০১।  দীর্ঘ সময় চেস্টা করেও সাকিব-মাহমুদুল্লাহ বাউন্ডারি মারতে ব্যর্থ। অবশেষে ১৬.৩ ওভারে আসে অনেক সময় পর বাউন্ডারি। দর্শক যেন প্রান ফিরে পায়। কিন্তু ১৭.২ ওভারে সাকিব একি করলেন। স্পিনার আমজাদ জাভেদের বলে বোল্ড! আর ইমরুলের বদলে একাদশে আসা নুরুল হাসান সোহান বিশাল ক্যাচ তুলে শূণ্য রানে আউট! ৬ উইকেটের পতন হয়ে গেল আমিরাতের বোলিংয়ের বিপক্ষে ১৭.৩ ওভারে! মাঝে অধিনায়ক মাশরাফি খালি হাতে ফেরত গেলেন। ১৯.৪ ওভারে মাহমুদুল্লাহর বিশাল ছক্কা রান নিয়ে যায় ১৩৩-এ। ২৭ বলে ৩০ রানে অপরাজিত মাহমুদুল্লাহ। শেষ বলে রান আউট হলেন মাহমুদুল্লাহ।

সংক্ষিপ্ত স্কোর
টস সংযুক্ত আরব আমিরাত (ফিল্ডিং)
বাংলাদেশ ব্যাটিং – ১৩৩/৮ (২০ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ব্যাটিং -৮২ অলআউট (১৭.৪ ওভার)
ম্যান অব দ্য ম্যাচ – মাহমুদুল্লাহ (বাংলাদশে)

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া