adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুনীল গাভাস্কার প্রতিটি সেঞ্চুরির জন্য করোনা তহবিলে দিয়েছেন ৫৯ লাখ রুপি

স্পাের্টস ডেস্ক : ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার ঘরোয়া ক্রিকেটে আর জাতীয় দল মিলিয়ে ৫৯টি সেঞ্চুরি করেছেন। প্রতিটি সেঞ্চুরির জন্য এক লাখ রুপি করে মোট ৫৯ লাখ রুপি তিনি দান করলেন করোনা তহবিলে। তার ছেলে রোহান গাভাস্কার বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে ৩৫ লাখ প্রধানমন্ত্রীর তহবিলে। বাকি ২৪ লাখ জমা হয়েছে মহারাষ্ট্র চিফ মিনিস্টারের তহবিলে। – এডিটিভি

এক টুইট বার্তায় রোহান বলেছেন, ‘রাষ্ট্রীয় ফান্ডে ৩৫ দেয়ার কারণ, তিনি জাতীয় দলের হয়ে ৩৫টি সেঞ্চুরি করেছেন। আর মুম্বাইয়ের হয়ে তার ২৪ সেঞ্চুরির জন্য রাজ্য তহবিলে দিয়েছেন ২৪ লাখ।

করোনা তহবিলে গাভাস্কারের আগে বড় অঙ্কের অনুদান দিয়েছেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলি, কিংবদন্তি শচীন টেন্ডুলকার, সুরেশ রায়না, অনীল কুম্বলেসহ আরো অনেকে। শচীন ৫০ লাখ, রায়না ৫২ লাখ, রোহিত শর্মা বিভিন্ন মাধ্যমে ৮৪ লাখ রুপি দিয়েছেন।

এ পর্যন্ত ভারতে ৫৩৬০ জনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। যাদের মধ্যে ১৬৪ জন মারা গেছেন। -জি নিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া