adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবহাওয়ার কারণে বিশ্বকাপের প্রথম ৬ ম্যাচ পরিত্যক্ত হওয়ার শঙ্কা

স্পোর্টস ডেস্ক: রোববার শুরু টি- টোয়েন্টি বিশ্বকাপের আসর শুরু আজ। খেলা শুরুর আগেই দুঃসংবাদ দিলো অস্ট্রেলিয়ার আবহাওয়াবিদরা।

প্রস্তুত অস্ট্রেলিয়া। ক্রিকেট মহাযজ্ঞের জন্য প্রস্তুত আইসিসিও। এরইমধ্যে প্রথম রাউন্ডের জন্য ক্যাঙারুদের দেশে পৌঁছেছে দলগুলো। অস্ট্রেলিয়ার সাত শহরের, সাত স্টেডিয়াম সেজেছে নবরূপে। রোববার প্রাথমিক পর্ব দিয়ে পর্দা উঠবে জনপ্রিয় এ আসরের, চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
কিন্তু দেশটির আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, টুর্নামেন্টের প্রথম তিনদিন বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুধু তাই নয়, মাসজুড়েই বৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে বেশ কিছু বৃষ্টিবিঘিœত ম্যাচ দেখা যেতে পারে।

সূচি অনুযায়ী, প্রথম দিন শ্রীলঙ্কার বিপক্ষে নামবে নামিবিয়া। আর গিলংয়ে দ্বিতীয় ম্যাচ খেলবে আরব আমিরাত এবং নেদারল্যান্ডস। পরদিন সোমবার (১৭ অক্টোবর) মাঠে নামবে স্কটল্যান্ড- ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে। আর মঙ্গলবার (১৮ অক্টোবর) খেলবে নামিবিয়া-নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কা-আরব আমিরাত। তাই প্রথম তিনদিন বৃষ্টি হানা দিলে পরিত্যক্ত হয়ে যেতে পারে এই ৬টি ম্যাচ।

কারণ প্রথম রাউন্ড আর সুপার টুয়েলভে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে বিকল্প কোনো ব্যবস্থা রাখা হয়নি। যদিও নিয়ম অনুযায়ী, ন্যুনতম ৫ ওভারের ম্যাচ আয়োজনের চেষ্টা করা হবে। আর তা না করা গেলে ম্যাচগুলো পরিত্যক্ত ঘোষণা করা হবে। তবে সেমিফাইনাল এবং ফাইনালের জন্য একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে। নির্ধারিত দিনে বৃষ্টির কারণে খেলা শেষ না করা গেলে পরের দিন হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া