adv
১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: ঘরের মাঠে ভারত নারী দলকে দেড়শ’র আগে আটকে রেখেছিলো বাংলাদেশ দলের বোলাররা। সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটে লক্ষ্যটা ছিল মাঝারি। কিন্তু সেটা তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগ্রেসরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ফিফটির করলেও ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের পুঁজি পায় ভারত। জবাবে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ১০১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ফলে ৪৪ রানের এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ বলে ৫১ রান করেছেন জ্যোতি।
১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেছিলেন দিলারা আক্তার। পরের বলেই ফিরেছেন সাজঘরে। সেই থেকে শুরু টাইগ্রসদের আসা-যাওয়ার মিছিল।
৩০ রান তুলতেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের চার ব্যাটার। শঙ্কা দেখা দেয় অলআউটের। তবে অধিনায়ক জ্যোতি এক প্রান্ত আগলে রেখে দলকে টানেন। তবে কেউ তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি। শেষ পর্যন্ত তার ৫১ রানের ইনিংসে কোনরকমে ১০০ রান পার করে বাংলাদেশ।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ফারিহার বলে সেট হতে পারেনি ওপেনার স্মৃতি মান্দানা। ৯ রান করে বোল্ড হন তিনি। তবে দারুণ ব্যাটিং করেছেন আরেক ওপেনার শেফালি ভর্মা। ২২ বলে ৩১ রান করেছেন এই ওপেনার। ভারতের মিডল অর্ডার ব্যাটাররাও রানের দেখা পেয়েছেন। ইয়াস্তিকা ভাটিয়া করেছেন ২৯ বলে ৩৬ রান। চারে নেমে অধিনায়ক হারমানপ্রীত করেছেন ২২ বলে ৩০ রান। তাছাড়া রিকা ঘোষের ব্যাট থেকে এসেছে ২৩ রান।

বাংলাদেশের হয়ে ২৩ রানে ৩ উইকেট শিকার করেছেন রাবেয়া খান। ১৩ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন মারুফা আক্তার। এছাড়া ফাহিমা খাতুন ও ফারিহা তৃষ্ণা একটি করে উইকেট নেন। সম্পাদনা: এল আর বাদল

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া