adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বদলীয় সরকার প্রতিহত করবে বিএনপি

image_62242_0ঢাকা: নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের যে প্রক্রিয়া চলছে, বিরোধী জোট তা প্রতিহত করার পরিকল্পনা করছে। হরতাল চলছে, সামনে অবরোধসহ গণতান্ত্রিক আন্দোলন কর্মসূচির মাধ্যমে এ সরকারকে প্রতিরোধ করা হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন বাংলামেইলকে বুধবার এ কথা বলেছেন।

শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে আটকের পর অন্যসব নেতা আত্মগোপনে গেছেন। এ পরিস্থিতিতে বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের কোনো নেতাকে পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। এমন অবস্থায় বুধবার খন্দকার মাহাবুব তার নিজ বাসভবনে বাংলামেইলকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সার্বিক পরিস্থিতি ও বিএনপির অবস্থান নিয়ে কথা বলেন।

সর্বদলীয় সরকার গঠন সংবিধানসম্মত নয় মন্তব্য করে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার বলেন, সর্বদলীয় সরকার বলেন, সংবিধান সংশোধন করতেই হবে।’

‘গাড়িতে পতাকা আর আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য ছাড়া মহাজোট সরকারের মন্ত্রীরা জনগণের কাছে যেতে পারছে না’ মন্তব্য করে খন্দকার মাহাবুব হোসেন বলেন, ‘ইদানীং আপনারা দেখছেন, সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্য প্রধানমন্ত্রী সমস্ত মন্ত্রীর কাছ থেকে পদত্যাগপত্র নিলেন। টেলিভিশনে সংবাদপত্রে, প্রেস কনফারেন্সে সব জায়গায় জনগণকে দেখালেন, দ্যাখো আমি আমার মন্ত্রীদের পদত্যাগ নিয়েছি। সব মন্ত্রী গিয়ে পদত্যাগপত্র দিলেন। কেউ কেউ পদধূলি  নিলেন। আমরা দেখলাম, আমরা বিশ্বাস করলাম মন্ত্রীরা পদত্যাগ করেছেন। তারপরও আজকে মন্ত্রীরা ফ্লাগ উড়িয়ে তাদের দাপ্তরিক কাজ করছেন- এটা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী। কারণ, সংবিধানের ৫৮ অনুচ্ছেদের ১ দফার ‘ক’ উপদফায় বলা আছে, যে মুহূর্তে মন্ত্রী পদত্যাগ করবেন, প্রাইম মিনিস্টারের হাতে তার পদত্যাগপত্র দেবেন প্রেসিডেন্টের কাছে দেয়ার জন্য সেই মুহূর্তে পদত্যাগপত্র গৃহিত বলে তার পদ শূন্য বলে গণ্য হবে।’

পদত্যাগপত্র জমা দেয়ার বিষয়ে মন্ত্রীরা যে ব্যাখ্যা দিচ্ছেন তার কঠোর সমালোচনা করে জ্যেষ্ঠ এ আইনজীবী বলেন, ‘তাহলে কি রিহার্সেল করছিলেন?  নাটক করতেছিলেন, কীভাবে পদত্যাগ করতে হয়? নাটক করতে হলে রিহার্সেল করতে হয়। পরে মূল নাটক দেখাতে হয়। এটাতো নয়।’

‘সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রীরা পদত্যাগ করেছেন’ এমন প্রশ্ন রেখে খন্দকার মাহাবুব হোসেন বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জ্বালিয়াতি করবেন? বলা হচ্ছে, পদত্যাগপত্রে মন্ত্রীরা তারিখ দেননি। প্রধানমন্ত্রী যখন পদত্যাগপত্র গ্রহণ করবেন তখন তারিখ বসাবেন? একজন মন্ত্রীর পদত্যাগপত্রের ওপরে উনি নিজ ইচ্ছাকৃতভাবে যদি তারিখ বসান সেটা জ্বালিয়াতি হয়ে যাবে না? এটাতো সম্পূর্ণভাবে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে জনগণের ইচ্ছার বিরুদ্ধে অতীতে জনগণকে ধোকা দিয়ে কোনো সরকার টিকে থাকতে পারেনি।’

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাজস্ব অপচয়ের অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমার ট্যাক্সের টাকায় সুযোগ সুবিধা নিয়ে নৌকার ক্যানভাস করছেন তিনি। কথায় কথায় তিনি বলেন, সংবিধান থেকে একচুলও নড়বো না। উনি কতবার সংবিধান লঙ্ঘন করেছেন। সংবিধান লঙ্ঘন করে পদত্যাগের নাটক করেছেন- এটা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।’

পদত্যাগ পত্র জমা দেয়ার পর মন্ত্রীদের দায়িত্বপালনের বিষয় নিয়ে বিএনপির আইনগত কোনো পদক্ষেপ নেয়ার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সমস্ত বিচার বিভাগ দলীয়করণ করা হয়েছে। বিচার বিভাগ স্বাধীন করার জন্য যা যা প্রয়োজন তা সম্পূর্ণ হয়নি। এখনও সুপ্রিমকোর্টের কোনো সচিবালয় স্থাপন হয়নি। নিম্ন আদালত আইন মন্ত্রণালয়ের অধীনে আছে। আমরা গণআদালতে যাবো।’

বিরোধী দলের আন্দোলন কর্মসূচি চলাকালে যেসব সহিসংতার ঘটনা ঘটছে তার দায় বিএনপির ওপর চাপিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে খন্দকার মাহাবুব হোসেন বলেন, ‘দেশটাকে শান্তিতে রাখতে চাই। বিরোধী দলের আন্দোলন নিয়ে জনগণের কাছে বিতৃষ্ণা সৃষ্টি করতেই আওয়ামী সন্ত্রাসীরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।’

শীর্ষ নেতাদের ‘আত্মগোপন কৌশলে’ বিরোধী দলের আন্দোলনে কর্মীদের মধ্যে বিরূপ প্রভাব পড়বে কি না- এমন প্রশ্ন করতেই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি প্রচণ্ড রকমের ক্ষোভ প্রকাশ করেন প্রকাশ্যে থাকা বিএনপির অন্যতম এই নেতা।

তিনি বলেন, ‘ঢাকা শহরকে বলা হয় গোপালগঞ্জ বা কিশোরগঞ্জ। আইন শৃঙ্খলা বাহিনীকে এমনভাবে সাজিয়েছে যে, তাদের মানবাধিকার, মৌলিক অধিকার, মানুষের জানমালের প্রতি শ্রদ্ধাবোধ নেই। তারা বয়স্ক লোককে রাস্তায় পেটাচ্ছে। বয়স্ক নেতাদের গ্রেপ্তার করছে। সাংবাদিক মাহমুদুর রহমানের মতো লোককে উলঙ্গ করে নির্যাতন করা হয়েছে। আদালতের প্রতি আস্থা বিশ্বাস নেই।’

আইন শৃঙ্খলা বাহিনীকে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখারও আহ্বান জানান তিনি।

সময় থাকতে সমঝোতার ভিত্তিতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানিয়ে খন্দকার মাহাবুব হোসেন বলেন, ‘আমি আশা করি, মাননীয় প্রধানমন্ত্রী উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। সেই দিকে লক্ষ্য রেখে দেশটাকে রক্ষা করবেন। জনমতের প্রতি শ্রদ্ধা রেখে নির্দলীয় সরকারের দাবি মেনে নিবেন।’

বিএনপি সরকারের একদলীয় নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি জনগণের ইচ্ছার বিরুদ্ধে নির্বাচন করে বিএনপিও টিকে থাকতে পারেনি।’

নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী জোট অনড় রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এ দাবিতে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাবলিক মিটিংয়ে বলেছেন, ভোটের অধিকার হরণের নির্বাচন হতে দেয়া হবে না। নির্দলীয় সরকারের দাবিতে কেউ পাশে না থাকলেও আমি একা থাকবো।’

বিএনপির এ নেতা বলেন, ‘১৮ দল থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্ষমতা দেয়া হয়েছে। উনি যে কোনো সময় কর্মসূচি চূড়ান্ত করবেন। উনার মনোবল অত্যন্ত দৃঢ়।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কখনও বলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন আবার কখনও বলছেন সর্বদলীয় সরকারের কথা। এর কোনোটাই সংবিধান পরিবর্তন না করে সম্ভবপর নয়। যেহেতু আমাদের সংবিধানে এখন যে অবস্থা তাতে অন্তর্বর্তীকালীন সরকারের বিধান নেই। তারপরেও উনি যদি বলেন, আমি সর্বদলীয় সরকার করবো, সব দল থেকে নেবো, ভালো কথা। কিন্তু প্রধান কে হবে? আমাদের সংবিধানে প্রধানমন্ত্রী হলো সর্বক্ষমতার অধিকারী। প্রধানমন্ত্রী যদি নির্বাচনকালীন নির্বাহী ক্ষমতার অধিকারী থাকেন তাহলে সর্বদলীয় সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন পুরোটাই অর্থহীন হয়ে দাঁড়ায়। মাননীয় প্রধানমন্ত্রী যদি নির্বাচনকালীন সরকারের প্রধান ব্যক্তি হন তবে তার অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। তাই বিরোধী দলের দাবি নির্বাচনকালীন সরকারের প্রধান কে হবেন সেটা আগে নির্ধারণ করা।’

খন্দকার মাহাবুব হোসেন বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে সংবিধানে যেসব বিধান তারা করেছে তা হলো, দেশে একদলীয় শাসন কায়েম করার জন্য। সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে। তার কারণ হলো, রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস। তারা বিরোধী দলে যারা থাকেন তারা বিশ্বাস করতে পারেন না। ক্ষমতাসীন যে দল আছে তাদের অধীনে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে না। এই কারণে তত্ত্বাবধায়ক সরকারের উৎপত্তি হয়েছিল। তৎকালীন যে পরিস্থিতিতে বিএনপি সরকারের সময় আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামায়াত তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছিল একই অবস্থা এখনও বিদ্যমান। তার চেয়ে আরো বেশি খারাপ হয়েছে। অবিশ্বাস, অশ্রদ্ধা, পরস্পর হিংসা বিদ্বেষ আরো বেড়ে গেছে। এই পরিস্থিতিতে বর্তমান আওয়ামী লীগ সরকার যার প্রধানমন্ত্রী হলেন আওয়ামী লীগের সভানেত্রী তার অধীনে এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে তা সাধারণ মানুষ এবং কোনো রাজনৈতিক দল বিশ্বাস করে না। তাই আমরা বলছি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়া  হোক। দেশবাসীও সেটা চাচ্ছে।’  

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া