adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বেড়েছে সংক্রমণ, আরও ১২শ’ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারি উপেক্ষা করে আমেরিকাজুড়ে বইছে নির্বাচনী উত্তাপ। আর এতে করেই বেড়েছে সংক্রমণ ও প্রাণহানি। গত একদিনে আক্রান্তে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে দেশটি। নতুন করে প্রাণ হারিয়েছেন ১২শ’ জন। উল্টোচিত্র সুস্থতায়।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৮ হাজার ৩৮৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৯৮ লাখ ১ হাজার ৩৫৫ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২০১ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ৩৯ হাজার ৮২৯ জনে ঠেকেছে।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন প্রায় ৫৬ হাজার ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ৬২ লাখ ৯২ হাজার অতিক্রম করেছে।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৮৮ হাজারের বেশি। যেখানে প্রাণহানি ঘটেছে ১৮ হাজার ৯০৪ জনের। ক্যালিফোর্নিয়ায় সংক্রমিতের সংখ্যা ৯ লাখ ৫৩ হাজারের কাছাকাছি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৭ হাজার ৮১৬ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৮ লাখ ২১ হাজারের বেশি। ইতোমধ্যে সেখানে ১৬ হাজার ৯২২ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৫ লাখ ৫৩ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ৭৪৩ জন ভুক্তভোগী। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৪ লাখ ৪৪ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১০ হাজার ২১৬ জন। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ৯৭ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ ঝরেছে ৮ হাজার ৫২২ জনের।

নিউ জার্সিতে করোনার শিকার আড়াই লাখের বেশি মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৫২১ জনের। এছাড়া ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া