adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হঠাত গরুর ঘাটতি- দামও চড়া

1443044853ডেস্ক রিপোর্ট : শেষ পর্যন্ত দেশি গরুর ওপরই নির্ভর করতে হলো। কারণ ভারতীয় গরু তেমন একটা আসেনি। রাজধানীতে কোরবানির পশুর হাটগুলোতে বেচাকেনা জমে উঠেছে। তাতে দেশি খামারিদের গরুই বেশি দেখা যায়। গতকাল বুধবার বিকেল থেকে ক্রেতা বাড়তে শুরু করে হাটগুলোতে। একই সঙ্গে পশুও আসে দেদার। ব্যাপারীরাও কিছুটা নমনীয় হন দামের বিষয়ে। তবে সন্ধ্যার পর হাটে পশুর কিছুটা টান দেখা যায়। ব্যাপারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যানজটের কারণে পশুভর্তি শত শত ট্রাক রাস্তায় আটকে ছিল তখনো।

এদিকে বৃষ্টির কারণে রাজধানীর অনেক হাটে হাঁটুসমান কাদাপানি ছিল। এতে ক্রেতা-বিক্রেতা সবাই ব্যাপক দুর্ভোগে পড়েন। কয়েক দিন ধরে সে কাদাপানিতে পশু ঠায় দাঁড়িয়ে থেকে দুর্বল হয়ে পড়েছে। কয়েকজন ব্যাপারী জানান, বৃষ্টির কারণে তাদের পশু অসুস্থ হয়ে পড়েছে। এমনকি প্রতিটি হাটে কয়েকটি করে পশু মারা গেছে।

বসুন্ধরা আবাসিক এলাকাসংলগ্ন ৩০০ ফুট সড়কে কোরবানির পশুর হাটে ২৭টি দেশি গরু নিয়ে এসেছেন চাঁপাইনবাবগঞ্জের ব্যাপারী মানিক খাঁ। হাট শুরু হওয়ার পর পাঁচ দিনে একটি গরুও তিনি বিক্রি করেননি। এ কয়দিন বাজারের অবস্থা পর্যবেণ করেছেন। তবে গতকাল সন্ধ্যায় ১৫টি গরু বেচে দিয়েছেন। গতবারের চেয়ে প্রতিটি গরু গড়ে ১০ হাজার টাকা বেশি বিক্রি করতে পেরেছেন তিনি। হাসিমুখে মানিক খাঁ বলেন, 'গতবার আজমপুর পশুর হাটে ২৩টি গরু এনে ৩৫ হাজার টাকা লোকসান দিয়েছিলাম। এ কারণে ছেলেমেয়ে নিয়ে ঠিকমতো ঈদ করতে পারিনি। এবার তা পুষে যাচ্ছে।'

পুরান ঢাকার কিল্লার মোড়ে গিয়ে দেখা যায়, সে হাটে দেশি গরুর পাশাপাশি কিছু ভারতীয় গরুও উঠেছে। তবে দাম গতবারের চেয়ে বেশি। ঈশ্বরদীর ব্যাপারী আবুল খায়ের বলেন, 'গত কোরবানির ঈদে নয়াবাজার হাটে ৪৫টি গরু এনেছিলাম। এর মধ্যে ১২টি গরু ফেরত নিয়ে গিয়েছিলাম। সে গরুগুলো এবার বেশ ভালো দামে বিক্রি করেছি। তাতে লোকসান উঠে গেছে।'

রাজধানীর বিভিন্ন পশুর হাটে গতকাল সন্ধ্যা থেকে ক্রেতাদের ঢল নামে। বিক্রিও হয়েছে অনেক। কুড়িল চৌরাস্তায় রশি ধরে একটি গরু নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ী হারিজ জোয়ার্দার। তিনি বলেন, 'আগামীকাল পশুর হাটে কী হয় জানি না। আজকে ক্রেতারা দলে দলে হাটে ঢুকছে। সবাই গরু কিনে বাড়ি ফিরছে। তাই একটু দাম বেশি হলেও আজই কিনে ফেলেছি।'

চামড়ার ব্যবসায়ীরা জানান, প্রতিবছর ঢাকায় সাত থেকে আট লাখ পশু কোরবানি দেওয়া হয়। এবার এ সংখ্যা কমবে না। ভারতীয় গরু তেমন না এলেও দেশি খামারির সংখ্যা বেড়েছে। তাঁরা ভারতীয় গরুর শূন্যস্থান অনেকটাই পূরণ করতে পারবেন। পোস্তা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন মৃধা বলেন, 'এভাবে ভারতীয় গরুবিহীন কয়েক বছর চললে দেশি খামারিদের মাধ্যমে সেটা পোষানো যাবে। এটা অর্থনৈতিক দিক দিয়ে ভালো হবে।'

কুষ্টিয়া থেকে গরুর ব্যবসায়ী সাইদুল ১১টি গরু নিয়ে পাঁচ দিন আগে ধোলাইখাল হাটে আসেন। গতকাল দুপুর পর্যন্ত তাঁর মাত্র একটি গরু বিক্রি হয়েছে। সাইদুল বলেন, 'বিক্রির অবস্থা ভালো না।' তবে বিকেল থেকে বিক্রি ভালো হওয়ার আশা করেন তিনি। এক প্রশ্নের জবাবে সাইদুল জানান, তিনি এলাকায় গরুর ব্যবসা করেন। প্রথমবারের মতো এ হাটে গরু নিয়ে এসেছেন। এবার পত্রিকা পড়ে জানতে পারছিলেন ভারতীয় গরু কম আসছে। এ কারণে বেশি দামে বিক্রি করার আশায় তিনি ১১টি গরু নিয়ে কুষ্টিয়া থেকে ঢাকায় এসেছেন। ঢাকায় এসে দেখেন ভিন্ন চিত্র। যে দামে স্থানীয় বাজার থেকে গরুগুলো কিনেছেন সেই দামে বিক্রি করে ফিরতে পারবেন কি না তা নিয়ে সন্দিহান তিনি।

এবার পশু সংকট হবে কি না জানতে চাইলে হাটের ক্রেতা, বিক্রেতা, ব্যাপারী ও ইজারাদারদের কেউই সুস্পষ্টভাবে কিছু বলতে পারেননি। কেউ কেউ বলেন, গত বছরের তুলনায় এবার হাটে পশু কিছুটা কম আসায় দামও কিছুটা চড়া। তবে পোস্তার চামড়া ব্যবসায়ীরা জানান, এবার নগরীতে আট লাখের বেশি পশু কোরবানি হলে হাটে পশু সংকট দেখা দিতে পারে।

এবার কোরবানির পশুর হাটগুলো অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি গোছানো দেখা যায়। সিটি করপোরেশনের কঠোর মনোভাবের কারণে সেটা সম্ভব হয়েছে বলে অনেকে মনে করেন। উত্তরার আজমপুরের বাসিন্দা ফয়সল কামাল বলেন, 'কোরবানির সময় পশু বর্জ্যের দুর্গন্ধে এলাকায় বাস করা দায় হয়ে ওঠে। একটি স্কুলের মাঠকে পুঁজি করে প্রতিবছর উত্তরা ৬ নম্বর সেক্টরটিকে ময়লার ভাগাড়ে পরিণত করা হয়।

এবার সেটা হয়নি। এখান থেকে পশুর হাট সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু উত্তরা ১১, ১২, ১৩ নম্বর সেক্টর চৌরাস্তার পশুর হাট নিয়ে কিছুটা বিতর্ক সৃষ্টি হয়েছে। সেখানে সেক্টরের ভেতরে রাস্তাঘাট দখল করে পশুর হাট বসানো হয়েছে।' ১১ নম্বরের বাসিন্দা কামাল খান বলেন, 'এ পশুর হাটটি ১৭ নম্বর সেক্টরের খালি মাঠে হওয়ার কথা ছিল। কিন্তু রহস্যজনকভাবে স্থান পরিবর্তন হয়ে এখানে চলে এসেছে।'

হাটে হাটে সীমাহীন দুর্ভোগ : রাজধানীতে কোরবানির পশুর বিভিন্ন হাট ঘুরে সীমাহীন দুর্ভোগ দেখা গেছে। কয়েক দিনের বৃষ্টির কারণে বেশির ভাগ হাটে হাঁটুসমান কাদাপানি জমেছে। কয়েক দিন ধরে সেই কাদাপানিতে ঠায় দাঁড়িয়ে থেকে দুর্বল হয়ে পড়েছে পশুগুলো। প্রতিটি হাটে কয়েকটি করে পশু মারাও গেছে। কমলাপুর ও শাহজাহানপুর হাটে গিয়ে মৃত গরু পড়ে থাকতে দেখা গেছে।

খিলতে বনরূপা পশুর হাটের ইজারাদার আসলাম উদ্দিন বলেন, 'এবার সবকিছু ঠিক থাকলেও অতিবৃষ্টি বাগড়া দিয়েছে। কাদাপানিতে একাকার হয়ে গেছে হাট।'

ধোলাইখালের পশুর হাটে গিয়ে দেখা গেছে, বৃষ্টির কারণে সীমাহীন দুর্ভোগে পড়েছেন গরু ব্যবসায়ী ও ক্রেতারা। বেশ কিছু পশুকে কাদাপানিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বৃষ্টি থেকে পশু ও নিজেদের বাঁচাতে ব্যবসায়ীরা বাঁশের খুঁটি পুঁতে পলিথিন টানিয়েছেন। কিন্তু বাতাসে সেই পলিথিন উল্টে যাচ্ছে। ব্যাপারী হরমুজ আলী বলেন, 'কী করমু বলেন! হাটের সর্বত্র কাদায় ভরে গেছে। যেখানে যাই সেখানেই একই অবস্থা।' ব্যাপারী সাইদুল জানান, বৃষ্টির কারণে তাঁরা যেমন কষ্টের মধ্যে আছেন, তেমনি গরুগুলোও কষ্ট করছে। দুই-তিন দিন ধরে বৃষ্টিতে রাস্তায় পানি জমে যাচ্ছে। বালি দিয়ে উঁচু করার চেষ্টা করেছে হাট কর্তৃপ। কিন্তু এতেও তেমন কাজ হচ্ছে না। বৃষ্টি হলেই বালু ভেসে যাচ্ছে।

রাজধানীর বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, গাবতলী ছাড়া আর কোথাও তেমন কোনো অবকাঠামো নেই। খোলা জায়গায় পশুর হাট বসানো হয়েছে। গাবতলীতে স্থায়ী পশুর হাট হলেও সেখানে নানা ঝামেলার মধ্যে ব্যাপারীদের থাকতে হচ্ছে। রাজশাহীর ব্যাপারী আরশাদ আলী বলেন, 'গত তিন দিনে কমপে ১০০ বার বৃষ্টিতে ভিজেছি। এতে জ্বর হয়ে গেছে। পশুগুলোর শরীরও গরম। অসুস্থ হয়ে কোনো পশু মারা গেলে আমাকে পথে বসতে হবে।' শাহজাহানপুর, কমলাপুর পশুর হাটের কয়েকজন ক্রেতা জানান, হাটের পরিবেশ বেশ নোংরা। বৃষ্টির কারণে হাটগুলোতে প্রবেশ করা কঠিন হয়ে পড়েছে। -কালেরকণ্ঠ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া