adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিপিএল ফুটবলের দ্বিতীয় লেগ ২০ জুন শুরু

ক্রীড়া প্রতিবেদক : চলমান মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের প্রথম লেগের খেলা শেষ হবে আগামী ২২ মে। এরপর জাতীয় দলের প্রস্তুতি নিয়ে ব্যস্ততা থাকবে দেশের ফুটবল অঙ্গন। বিশ্বকাপ ফুটবল-২০১৮ এর বাছাইপর্বে প্রথম দুটি ম্যাচ ও দুটি প্রীতি ম্যাচকে ঘিরে এই ব্যস্ততা। যা শেষ হবে আগামী ১৬ জুন। এরপর ২০ জুন শুরু হবে চলমান বিপিএল ফুটবলের দ্বিতীয় লেগের খেলা। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লিগের দ্বিতীয় লেগের খেলা শুরুর আগেই মৌসুম মধ্যবর্তী দলবদলের সুযোগ পাচ্ছে দলগুলো। এ জন্য আগামী ৩০ মে থেকে ১৯ জুন পর্যন্ত সময় দিয়েছে বাফুফে। এই সময়ের মধ্যে দলগুলো নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে।
লিগের দ্বিতীয় লেগের খেলা বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়াও ঢাকার বাইরে দুটি ভেন্যুতে হওয়ার কথা ছিল। এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি পেশাদার লিগ কমিটি। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম ও চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম সরেজমিনে পরিদর্শন শেষে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাফুফে।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া