adv
৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের বিশ্বকাপ দলে সুযোগ না পেলে শুভমান গিল হতাশ হবেন না

স্পোর্টস ডেস্ক: টি- টোয়েন্টি বিশ্বকাপের সময় দ্রুতই ঘনিয়ে আসছে। এ মাসের মধ্যেই প্রাথমিক দল ঘোষণা করতে হবে। কারা থাকবেন বিশ্বকাপ দলে, তা নিয়ে অংশ্রহণকারী দেশগুলোতে চলছে জল্পনা। কিন্তু ভারতে তরুণ ওপেনার শুভমাান গিল নাকি এসব নিয়ে চিন্তিত নন। গুজরাট টাইটান্সের অধিনায়ক আপাতত আইপিএল নিয়েই ভাবছেন। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৯ ম্যাচে ৩৮ গড়ে ৩০৪ রান করেছেন শুভমান। টি- টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা নিয়ে তিনি বলেন, ভারতের হয়ে খেলা সবচেয়ে বড় বিষয়। কিন্তু এখন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবতে শুরু করলে গুজরাট টাইটান্সের প্রতি অবিচার হবে। নিজের প্রতিও সুবিচার করতে পারব না। কারণ এই মুহূর্তে গুজরাটই আমার দল। যদি আমাকে বিশ্বকাপ দলে নেয়, তাহলে তো ভালোই হবে। তবে এই মুহূর্তে আমার লক্ষ্য আইপিএল।
এসময় শুভমাানকে প্রশ্ন করা হয়, তাহলে কি বিশ্বকাপ খেলার ইচ্ছা নেই আপনার? শুভমানের জবাব, অবশ্যই আছে। বিশ্বকাপের দলে থাকতে চাই এবং খেলতে চাই। অবশ্যই সর্বোচ্চ পর্যায় দেশের প্রতিনিধিত্ব করতে চাই। টি-টুয়েন্টি বিশ্বকাপের মতো বড় মঞ্চ আর কী হতে পারে? গত বছর বিশ্বকাপ খেলেছি। বেশকিছু অভিজ্ঞতা অর্জন করেছি। আরেকটা বিশ্বকাপ খেলার সুযোগ পেলে দুর্দান্ত হবে। তবে এত আগে থেকে বিশ্বকাপ নিয়ে ভাবতে চাইছি না।
গত বছর আইপিএলে ৮৯০ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন শুভমান। এবারের আসরেও বেশ ভালো ফর্মে আছেন। এরপরও বিশ্বকাপের দলে জায়গা না পেলে হতাশ হবেন না বলে জানিয়েছেন শুভমান, “গত মৌসুমে প্রায় ৯০০ রান করেছিলাম। আশা করি, আমাকে সুযোগ দেওয়া হবে। যদি সুযোগ নাও পাই, তাহলেও দলের সবার প্রতি আমার শুভেচ্ছা থাকবে। এখন একটাই চিন্তা- কীভাবে আমার দলের (গুজরাট) সেরা পারফরম্যান্স বের করে আনা যায়। দলের জন্য সেরা পারফর্ম করাও আমার লক্ষ্য। সতীর্থদের সবরকম সহযোগিতা করতে আমি প্রস্তুত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া