adv
২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ স্কটল্যান্ডের বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক: আগামী ৩ অক্টোবর বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে। ম্যাচটি শুরু হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকাল তিনটায়। একই ভেন্যুতে দিনের আরেক ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

মঙ্গলবার আবুধাবিতে বাছাইপর্বের ফাইনালে স্কটল্যান্ডকে হারিয়েছে শ্রীলঙ্কা। এই হারের মাধ্যমে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ করা হয়। ফাইনালে চামারি আতাপাত্তুর শতকে ভর করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করে লঙ্কানরা। ১৩ চার ও ৪ ছক্কায় ৬৩ বলে ১০২ রান করেন আতাপাত্তু। রান তাড়ায় নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১০১ রানে থামে স্কটিশরা।
স্কটল্যান্ড ছাড়াও বাংলাদেশের সঙ্গে বি গ্রুপে থাকছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। অন্যদিকে শ্রীলঙ্কার এ’ গ্রুপে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া