adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া পুরো অর্থ ৩ মাসের মধ্যে ফেরত দেবে ফিলিপাইন!

phillipinesআন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি) আশা করছে, রিজার্ভ থেকে চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের পুরোটা আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশকে ফেরত দেওয়া সম্ভব হবে। 

এএমএলসির মহাপরিচালক জুুলিয়া বাকাই আবাদ এক সাক্ষাতকারে বলেছেন, আমি আশা করছি এ জন্য (বাংলাদেশকে অর্থ ফেরত) মাত্র তিন মাস লাগবে। তবে তিন মাসই যে লাগবে, সে বিষয়ে আমি নিশ্চিত নই।’

ফিলিপাইনের গণমাধ্যমে ১৯ এপ্রিল মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে আবাদ নিশ্চিত করেন, ম্যানিলা রিজিওনাল ট্রায়াল কোর্ট প্রোভিশনাল অ্যাস্টেস প্রিজারভেশন অর্ডার (পিএপিও) জারি করেছেন। এই আদেশ ক্যাসিনো জাঙ্কেট অপারেটর কিম অংয়ের ফেরত দেওয়া ৪.৬৩ মিলিয়ন ডলারসহ এএমএলসির কাছে থাকা পুরো অর্থের জন্য দেওয়া হয়েছে। তা ছাড়া ১ মার্চ আপিল কোর্টের আদেশ বলে যে অর্থ আটকে দেয় এএমএলসি, তাও এর আওতায়ভুক্ত। 

এখন আগামী ২০ দিনের মধ্যে পিএপিওর ওপর সংক্ষিপ্ত শুনানির দিন ধার্য করবেন আদালত। শুনানির পর আদালত রায় দেবেন। এরপর এএমএলসি দ্রুত রায় বাস্তবায়ন করবে। 
 
আবাদ বলেন, আগামী তিন মাসের মধ্যে আইন প্রক্রিয়ার মধ্য দিয়ে এএমএলসির মাধ্যমে বাংলাদেশকে সব অর্থ ফেরত দেওয়া সম্ভব হবে যদি কোনো বিরোধী পক্ষ না থাকে। আমরা আশা করছি, কোনো বিরোধী পক্ষ থাকবে না। অর্থাৎ আর কোনো পক্ষ যদি এই অর্থ দাবি না করে, তাহলে বাংলাদেশ সরকারকে অর্থ ফেরত দিতে আদালত এএমএলসিকে অনুমতি দেবেন। 

আদালতের এই প্রক্রিয়া শেষ হওয়ার পর বাংলাদেশ সরকারের পক্ষে যথাযথ নথিপত্র পেশ করতে হবে সংশ্লিষ্ট আদালতে। এর ভিত্তিতে আরো একটি রায় দেবেন আদালত। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার অর্থ ফেরত পাওয়ার যোগ্য হবে।

এদিকে ফিলিপাইনের সিনেট রিবন কমিটির শুনানিতে সিনেটর টিওফিসটো গুইনগোনা জানান, ফিলিপাইন অ্যামিউজমেন্ট অ্যান্ড গেমিং করপোরেশনে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ৪৮ মিলিয়ন পেসো শনাক্ত হয়েছে। সরকার আইন পাস করলেই কেবল ওই অর্থ বাংলাদেশ সরকারকে ফেরত দেওয়া হবে। 

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে নিয়ে যাওয়া হয়। বাকি ২ কোটি ডলার শ্রীলঙ্কায় পাচার করা হয়। শ্রীলঙ্কা থেকে এরইমধ্যে ওই ২ কোটি ডলার উদ্ধার করা হয়েছে। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া