adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবি ঢাবির তিন শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত

ঢাবিনিজস্ব প্রতিবেদক : অনুমতি না নিয়ে দীর্ঘদিন বিদেশে থাকায় বা কাজে যোগ না দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বারবার নোটিশ করার পরেও তারা কাজে যোগ না দেয়ায় বুধবার সিন্ডেকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
চাকরিচ্যুত তিন শিক্ষক হলেন- গণিত বিভাগের আমিনুর রহমান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের মোস্তাইম বিল্লাহ এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সোহেলী খাদিজা আজাদ।
উপাচার্য বলেন, তাদেরকে পরপর আট সপ্তাহ নোটিশ করার পরেও তারা জয়েন করেননি এবং অনুমতি না নিয়ে বিদেশে অবস্থান করছেন।

যারা এখনো বিনা অনুমতিতে বিদেশে বা ছুটিতে আছেন তাদেরকে যতো শিগগিরই কাজে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন উপাচার্য। যোগ না দিলে তাদের ব্যাপারে এমন সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, এই শিক্ষকরা কোথায় আছেন সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কোনো তথ্য নেই। তারা বেতনও নেন না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া