adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবৈধ হবার পথে ৫০ লাখ প্রবাসী

PROBASHডেস্ক রিপোর্ট : এখনো অন্তত ৫০ লাখ প্রবাসীর হাতে এমআরপি পৌঁছাতে পারেনি সরকার। এতে বিপদে পড়ার আশঙ্কা করছেন প্রবাসীরা।
আগামী ২৪ নভেম্বরের পর থেকে পৃথিবীর কোথাও হাতে লেখা পাসপোর্ট চলবে না।
ফলে এমআরপি নিয়ে বাংলাদেশ ভয়াবহ সংকটে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এজন্য পাসপোর্ট অধিদপ্তর ও আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যর্থতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, এমআরপি প্রকল্প চালুর পর পাঁচ বছরে প্রতিদিন গড়ে মাত্র ১,১০০ প্রবাসীর হাতে এই পাসপোর্ট পৌঁছেছে। অর্থাত প্রকল্প চালুর পর ২০ লাখ প্রবাসী এমআরপি পেয়েছেন। এই সময়ে আরো ২০ লাখ প্রবাসী দেশে বসেই এমআরপি নিয়েছেন। সব মিলিয়ে মোট ৪০ লাখ প্রবাসী এমআরপি পেয়েছেন।
সরকারের হিসাবে প্রবাসীর সংখ্যা ৯০ লাখ। এই হিসাবে এখনো ৫০ লাখ প্রবাসী এমআরপি পাওয়ার অপোয় আছেন। পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারাও স্বীকার করছেন, নির্ধারিত সময়ের মধ্যে সব প্রবাসী এমআরপি পাবেন না। এতে অনেক প্রবাসী অবৈধ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া