adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী আইপিএলে চেন্নাই বাদ দিতে পারে ওয়াটসন, পীয্ষূ চাওলা ও কেদার যাদবকে

স্পোর্টস ডেস্ক : টুর্নামেন্টের অন্যতম সফল দল, কিন্তু এবারেই যেন ছন্দপতন। গোটা আইপিএল জুড়ে কার্যত ধারাবাহিকতার অভাবে ভুগেছে চেন্নাই সুপার কিংস। খোদ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যাটেও তেমন রান আসেনি।

এই পরিস্থিতিতে এবারের মতো আইপিএল অভিযান শেষ হলেও পরেরবারের জন্য আগাম চিন্তাভাবনা কিন্তু শুরু হয়ে গিয়েছে। খোদ ধোনিও জানিয়ে দিয়েছেন, হলুদ জার্সি থেকে অবসরের ভাবনা এখনই নেই তার। এমনকী শেষ ম্যাচের পর পরিষ্কার বলে দেন, দলে পরিবর্তন দরকার। জানা গেছে, কোপ পড়তে পারে বেশ কিছু সিনিয়র খেলোয়াড়ের উপরেও।

টুর্নামেন্ট শুরুর আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিলেন সুরেশ রায়না এবং হরভজন সিং। বাঁহাতি এই ব্যাটসম্যানের অভাব গোটা টুর্নামেন্টে ভুগিয়েছে সিএসকেকে। অন্যদিকে, স্পিন বিভাগে ভাজ্জির অভাবও পূরণ হয়নি। এই অবস্থায় আইপিএল ১৪’র সিজন হয়তো আগামী ছ’মাসের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে তাই নতুন করে দলগঠন করতে মরিয়া চেন্নাই সুপার।

কানাঘুষো চলছে, শেন ওয়াটসন, পীয্ষূ চাওলা, কেদার যাদবকে পরের সিজনের জন্য দলে নাও রাখতে পারে কিংসরা। কারণ চলতি আইপিএলে একেবারেই খারাপ পারফর্ম করেছেন তিন সিনিয়র। কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি। এছাড়াও আরও বেশ কয়েকজন বাদ যেতে পারেন।

এদিকে, পাঞ্জাব ম্যাচের পরই নিজের অবসরের জল্পনা উড়িয়ে দেন ধোনি। পাশাপাশি বলেন, পরের সিজনে অবশ্যই দলের কোন গ্রুপে কিছু পরিবর্তন করা হবে। তার কথায়, ‘পুরোটাই নির্ভর করছে নিলাম হওয়া নিয়ে বিসিসিআইয়ের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। – আজকাল/ জি নিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া