adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরাকের সেনাচৌকিতে জঙ্গি হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকের রাজধানী বাগদাদের সামরিক চৌকিতে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় সেনাসদস্যসহ অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, রবিবার (৮ নভেম্বর) গভীর রাতে রাজধানীর পশ্চিমাঞ্চলীয় আল-রাধওয়ানিয়া জেলার একটি সেনাচৌকিতে এ হামলার ঘটনা ঘটে। এদিন চারটি গাড়িতে করে এসে বন্দুকধারীরা সেনা ছাউনিতে গ্রেনেড ও স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

ভয়াবহ সেই আক্রমণে আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। যদিও এখন পর্যন্ত কেউ বা কোনো সংগঠন হামলার দায় স্বীকার না করলেও ইরাক সরকার এটিকে আইএস জঙ্গিদের হামলা বলে দাবি করছে।

এর আগে রবিবার সকালে ইরাকের সেনাবাহিনী দেশটির পাহাড়ঘেরা উত্তরাঞ্চলীয় সালাহউদ্দিন প্রদেশে আইএস জঙ্গি নির্মূলে চিরুনি অভিযান চালিয়েছিল। মূলত সেই দমন অভিযানের জবাবে হামলাটি হয়ে থাকতে পারে বলে নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা।

উল্লেখ্য, ২০১৪ সালে ইরাকে ইসলামি স্টেট আইএসের উত্থান ঘটে। রাজধানী বাগদাদের উপকণ্ঠে কয়েকটি এলাকা, উত্তর এবং পশ্চিমাঞ্চলীয় বেশকিছু বড় শহর সেই সময় তাদের দখলে চলে যায়। ২০১৭ সালে মার্কিন মিত্রবাহিনীর সহায়তায় আইএসকে পরাজিত করে ইরাকি সেনাবাহিনী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া