adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌরভ গাঙ্গুলি শাস্তি এড়াতে আমাদের ড্রেসিংরুমে এসেছিলেন, বললেন সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক : ২০০২ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের সেই দৃশ্য কে ভুলতে পারে! রাসেল আরনল্ড আর সৌরভ গাঙ্গুলির মাঠেই সেই লেগে যাওয়ার দৃশ্য এখনো অনেকের চোখে ভাসে।

রাসেল ব্যাটিং করছিলেন। বারবার তার উইকেটের বিপদজনক জায়গায় চলে যাওয়াটা ভালোভাবে নেয়নি ভারতীয় দল। যা নিয়ে তখনকার অধিনায়ক সৌরভ তীব্র আপত্তি জানান। এক পর্যায়ে তো আঙুল উঁচিয়ে কথা বলছিলেন রাসেলের সঙ্গে।

দুজনের ঝামেলাটা ঠেকিয়েছিলেন মাঠের দুই আম্পায়ার। তবে ম্যাচ রেফারির কাছে ঠিকই অভিযোগ এনেছিল তারা। সৌরভ গাঙ্গুলি পরে সেই শাস্তি থেকে বাঁচতে শ্রীলঙ্কার ড্রেসিংরুমে যান এবং ঘটনা যাতে বেশি দূর না গড়ায় এ জন্য অনুরোধ করেন।

এতদিন পর যা দর্শকদের সামনে তুলে এনেছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। একটি টেলিভিশন অনুষ্ঠানে বলেন, ‘সৌরভ আমাদের ড্রেসিং রুমে এসেছিল। বলেছিল, ঘটনাটা বেশি দূর গড়ালে ওকে শাস্তি পেতে হতে পারে। আমরা সৌরভকে জানাই চিন্তা করার দরকার নেই।

ক’দিন আগে সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে টুইটারে সেই ভিডিও পোস্ট করেছিলেন রাসেল আরনল্ড। ক্যাপশনে সৌরভকে শুভেচ্ছা বার্তা দেওয়ার পাশাপাশি লিখেন, মাঠের ভিতরে দারুণ এক চরিত্র সৌরভ। নিজের দেশকে নিয়ে ভীষণ প্যাশনেট। প্রতিপক্ষকে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। সেই ঘটনার দিকে পেছন ফিরে তাকালে আমার বেশ ভালই লাগে। আশা করি তোমাদের মনে আছে তা। জি নিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া