adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রামপাল হবে, হবে না কোরআন-সুন্নাহবিরোধী আইন

image_70563_0ঢাকা: আসন্ন দশম জাতীয় নির্বাচনে ভোটগ্রহণের তিন দিন আগে দেশবাসীকে হাজারো প্রতিশ্রুতি পড়ে শোনালেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা প্রতিশ্রুতির মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে বিতর্কিত রামপাল বিদ্যুৎকেন্দ্র, রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র করার অঙ্গীকার করলেন তিনি।

একই সঙ্গে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ও ধর্মপ্রাণ মানুষের কথা বিবেচনায় কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করবেন না বলে উল্লেখ করেছেন। নারীনীতি বাস্তবায়ন করারও প্রতিশ্রুতি দিয়েছেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে এসব প্রতশ্রুতি তুলে ধরেন তিনি। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করে।

তিনি বলেন, ‘নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, ১০ জন যুদ্ধাপরাধীদের বিচারের রায় হয়েছে। এ রায় কার্যকর করাও হচ্ছে। আগামীতে ক্ষমতায় গিয়ে বাকিদের রায় কার্যকর করা হবে।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় সংসদ স্থায়ী নির্বাচনের ব্যবস্থা করেছে। বিএনপিকে নির্বাচনে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। খালেদা জিয়া সংলাপের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বার বার আলটিমেটাম দিয়েছেন। তিনি সংঘাত ও সন্ত্রাসী পথ বেছে নিয়েছেন।’  

শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া নির্বাচনে না এসে সাধারণ মানুষকে হত্যা কারছে। আওয়ামী লীগ নেতাকর্মী ও সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলা করেছে। একটি নির্বাচিত সরকার হিসেবে সাংবিধানিক ধারা সমুন্নত রাখতে আগামী ৫ জানুয়ারি নির্বাচন হবে।’

তিনি দাবি করে বলেন, ‘গত নির্বাচনে রূপকল্প ২০২১ ঘোষণা করেছিলাম। সততা ও দক্ষতার সঙ্গে তা পালন করেছি। আগামী ৫ বছরের মধ্যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে।  ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা হবে। আর ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করা হবে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া