adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কষ্টার্জিত জয়ে আবার শীর্ষে ফিরলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে চলতি মৌসুমে দুইবার বার্সেলোনাকে পেতে হয়েছে হারের তেতো স্বাদ। শঙ্কা জেগেছিল আবারও আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে পয়েন্ট হারানোর। চড়াই উৎরাই পেরিয়ে শেষ পর্যন্ত দারুণ এক গোলে বার্সেলোনার ত্রাতা ইভান রাকিতিচ।

চলতি মৌসুমে প্রথম গোলের দেখা পেলেন ইভান রাকিতিচ। তার একমাত্র গোল বড় কাজে দিয়েছে বার্সেলোনার জন্য। আতলেতিকো বিলবাওকে হারিয়ে ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদকে টপকে ফের লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে কাতালান ক্লাব। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩০ ম্যাচে ৬৫। পরের ম্যাচে মায়োর্কাকে হারাতে পারলে ফের বার্সেলোনাকে টপকে শীর্ষে ওঠে আসতে পারবে জিনেদিন জিদানের দল।

আতলেতিকোর বিপক্ষে বার্সেলোনার সাম্প্রতিক অতীত খুব একটা ভালো ছিল না। চলতি মৌসুমেই দলটির কাছে দুবার হার মানতে হয়েছিল। এবারের লড়াইও লা লিগা চ্যাম্পিয়নদের জন্য হতাশাজনক হতে যাচ্ছিল। কিন্তু ম্যাচের ৭১তম মিনিটে পার্থক্য গড়ে দেন রাকিতিচ। ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডারের গোলে ২০১৮ সালের পর প্রথমবারের মতো প্রতিপক্ষটিকে হারাল বার্সেলোনা।

টানা তৃতীয়বারের মতো লিগ শিরোপা জয়ের জন্য লড়ছে বার্সেলোনা। কিন্তু গত শুক্রবার সেভিয়ার মাঠে গোলশূন্য ড্র করায় এবার শিরোপা ধরে রাখাটা অনেকটাই কঠিন হয়ে পড়েছে দলটির জন্য। পয়েন্ট টেবিলে বার্সার ঘাড়েই নিঃশ্বাস ফেলছে রিয়াল।
[
নিজেদের মাঠে আতলেতিকোর মাঠে বার্সেলোনার খেলাটা তেমন নজরকাড়া হয়নি। লিওলেন মেসি, লুইস সুয়ারেস ও অতোঁয়ান গ্রিজমানের মতো তারকাদের নিয়ে আক্রমণভাগ সাজালেও গোল আসেনি তাদের কাছ থেকে। আর্জেন্টিনা ও বার্সেলোনার হয়ে ক্যারিয়ারে সাতশোতম গোলের মাইলফলক স্পর্শে অপেক্ষা আরও বেড়েছে ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসির।

তবে বার্সেলোনার একমাত্র গোলটিতে অবদান ছিল মেসির। তার পাস থেকে বল পেয়ে যান বদলি নামা রাকিতিচ। বল ক্লিয়ার করতে পারেনি অতিথি বিলবাওয়ের খেলোয়াড়রা। ডান পায়ের জোরালো শটে জালে বল জড়ান রাকিতিচ। তার এই গোলেই শেষ পর্যন্ত পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। – গোল ডটকম
[

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2020
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া