adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আগে-পিছে পুলিশ, মাঝখানে দূরপাল্লার বাস!

ঢাকা: নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলের দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা পঞ্চম দফা অবরোধের প্রথম দিনে পুলিশি প্রহরায় ময়মনসিংহ এবং টাঙ্গাইলের উদ্দেশে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।

রাজধানীর মহাখালী আন্তঃনগর বাস টার্মিনাল থেকে বাসের সামনে ও পিছনে পুলিশের পাহারায় গন্তব্যের উদ্দেশে বাসগুলো রওনা দিলেও যাত্রী ছিল কম। সকাল নয়টায় তিনটি, সাড়ে ১১টায় সাতটি এবং দুপুর দেড়টায় চারটি বাস একসঙ্গে পুলিশি প্রহরার মধ্যে ঢাকা ছেড়ে যায়। বাসগুলোর মধ্যে রুবিনা, পলল, বিনিময় ও ধলেশ্বরী পরিবহণের বাস ছিল।

এসময় প্রতিটি বহরের সামনে ও পিছনে একটি করে পুলিশের ভ্যান ছিল। মহাখালী থেকে ময়মনসিংহ ও টাঙ্গাইলের উদ্দেশে ছেড়ে যাওয়া এই বাসগুলোকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আব্দুল্লাহপুর পর্যন্ত নিরাপত্তা দিয়ে নিয়ে যাবে। তারপর সংশ্লিষ্ট জেলা বাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে।

প্রসঙ্গত, গত বুধবার নৌ-পরিবহণমন্ত্রী শাজাহান খান হরতাল বা অবরোধ থাকলেও সরকারের গৃহীত নিরাপত্তাব্যবস্থার মধ্যে শুক্রবার থেকে দূরপাল্লার যানবাহন চলাচলের ঘোষণা দিয়েছিলেন। তারপরেই, শনিবার প্রথমবারের মতো অবরোধের মধ্যেও পুলিশি প্রহরায় দূরপাল্লার বাস ঢাকা ছেড়ে গেল।

তবে রাজধানী ঢাকা থেকে হাতেগোণা যাত্রী নিয়ে কয়েকটি বাস আজ ঢাকা ছাড়লেও অন্যান্য জেলা শহর থেকে কোনো বাস ঢাকায় আসেনি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া