adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বঙ্গবন্ধুকে নিয়ে নির্মোহ গবেষণা খুব কম হয়েছে’

Dr.-Mijan-thereport24ডেস্ক রিপোর্ট : দলমতের ঊর্ধ্বে উঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মোহ গবেষণা খুবই কম হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। এ জন্য তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শনিবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘শোকগাথার চিত্রগাঁথা’ শীর্ষক চিত্র প্রদর্শনী দেখতে যান ড. মিজান। এ সময় সঙ্গে আলাপকালে তিনি বঙ্গবন্ধুকে নিয়ে এ মন্তব্য করেন।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে নির্মোহ গবেষণা খুবই কম হয়েছে। দলমত নির্বিশেষে যে ধরনের গবেষণা তাকে নিয়ে হওয়া দরকার ছিল এবং তার যে বিস্তৃতি তা গবেষণায় উঠে আসেনি।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পেছনে সেনাবাহিনীসহ যে বিষয়গুলো ওঠে আসছে তা বিকৃত ও খণ্ডিত। তাকে হত্যার মানে তার যে দর্শন ছিল তা হত্যার করার চেষ্টা হয়েছিল। এর পেছনে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের যে সংশ্লিষ্টতা ছিল, তা আজও উঠে আসেনি। এ জন্য তাকে নিয়ে পর্যাপ্ত গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলোর এগিয়ে আসা উচিত।’
চিত্র প্রদর্শনীর বিষয়ে ড. মিজানুর রহমান বলেন, ‘প্রদর্শনীটির মাধ্যমে বঙ্গবন্ধু যে রাষ্ট্রপ্রধানের বাইরেও একজন সাধারণ মানুষ ছিলেন, তা মানুষ জানতে পারবেন।’
তিনি বলেন, ‘এখানে ছোট ছোট শিশুরা আসছে। তারা বঙ্গবন্ধুকে দেখছে। তার পোশাক, শিশু থেকে রাষ্ট্রপ্রধান, সাংবাদিকদের সঙ্গে তার চালচলন, সব মিলিয়ে তিনি যে একজন বাঙালী শিশুরা সেটি জানতে সক্ষম হবে। আর এর মধ্য দিয়ে তাদের মনে একটি চেতনা চিরস্থায়ী হয়ে ওঠবে।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া