adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়া কাপের সূচি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাহুল দ্রাবিড় ও সালমান বাটের

স্পোর্টস ডেস্ক: দুই দেশের সাবেক দুই তারকা এশিয়া কাপের সূচি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। সূচি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের সাবেক অধিনায়ক এবং কোচ রাহুল দ্রাবিড়। অন্যদিকে, এমন সূচির কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সালমান বাট।

অনেক জল্পনা কল্পনার পর বুধবার প্রকাশিত হয়েছে এশিয়া কাপের সূচি। আগামী ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ ম্যাচে খেলবে ভারত। দুই দেশ ফাইনালে উঠলে এশিয়া কাপেই তিন বার মুখ দেখাদেখি হতে পারে তাদের। আবার বিশ্বকাপেও দুই দলের মুখোমুখি লড়াই রয়েছে। আগামী দিনে ভারতের সূচি নিয়ে তাই অনেকটাই উছ্বসিত রাহুল দ্রাবিড়। হিন্দুস্তানটাইমস

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর আগে ত্রিনিদাদ থেকে তিনি জানিয়েছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল হলে দারুণ ব্যাপার হবে। ভারতীয় এ কোচ বলেন, এশিয়া কাপের সূচি দেখে বুঝলাম, সুপার ফোরের যোগ্যতা অর্জন করলে তবেই পাকিস্তানের বিরুদ্ধে তিন বার খেলা যাবে। তাই আমরা একটা ধাপ ধরে ধরে এগোতে চাই। আগে থেকেই বেশি ভাবনা-চিন্তা করে নিজেদের চাপে ফেলতে চাই না। একেকটা ম্যাচ ধরে এগোতে হবে। – যমুনাটিভি
তবে দ্রাবিড়ের মতো সূচি নিয়ে খুশি হতে পারেননি পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। এক সময়ে ম্যাচ গড়াপেটায় নিষিদ্ধ হওয়া এ ক্রিকেটার মনে করেন, এই সূচিতে বাবর আজমরা মোটেও বিশ্রাম পাবেন না। পাকিস্তানের সাবেক তারকা বলেন, এটি একটি অদ্ভুত সূচি।

পাকিস্তান তাদের প্রথম ম্যাচ খেলছে পাকিস্তানে, তার পর দ্বিতীয় ম্যাচ খেলতে যাবে শ্রীলঙ্কায়। অন্যদিকে, শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচটি ঘরের মাঠে খেলবে এবং দ্বিতীয় ম্যাচটি খেলতে তারা পাকিস্তানে যাবে। পাকিস্তান আয়োজক দেশ, তারা প্রথম দুই ম্যাচের মধ্যে মাত্র দুই দিনের ব্যবধান পেয়েছে। ৩০ আগস্ট শুরু হওয়া এশিয়া কাপের পর্দা নামবে ১৭ সেপ্টেম্বর ফাইনালের মাধ্যমে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া