adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তিন র‌্যাব কর্মকর্তাকে নিরাপদ স্থানে জিজ্ঞাসাবাদ

লে. কর্নেল তারেক সাঈদ মাহমুদ / মেজর আরিফ হোসেন / লে. কমান্ডার এম এম রানাডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের আলোচিত সাত হত্যা মামলায় গ্রেপ্তারকৃত র‌্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিউদ্দিন। 
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। তিনি জানান, এ মামলা নিয়ে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি করা হলে তদন্তে ব্যাঘাত ঘটবে। তদন্তকারী কর্মকর্তা নিরাপদ স্থানে রিমান্ডের আসামিদের জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদের সময়ে কেউ অসুস্থ হলে তাকে চিকিৎসা দেওয়ার বিধান রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. দুলাল চন্দ্র চৌধুরী সাংবাদিকদের জানান, গত শনিবার জেলা পুলিশ সুপার আমাদের কাছে চিঠি দিয়ে ডাক্তার চেয়েছিল। সেদিন দুই আসামির স্বাস্থ্য পরীা করতে দুইজন ডাক্তার দেওয়া হয়। কিন্তু সেদিন বিকেলে মিডিয়ার মাধ্যমে ২ জনকে রিমান্ডে নেওয়ার খবর জানতে পেরে ডাক্তার নিয়োগের বিষয়টি প্রত্যাহার করে নেওয়া হয়।
সেভেন মার্ডারের গ্রেপ্তারকৃত র‌্যাবের চাকরিচ্যুত কর্মকর্তা শহরের পুরাতন কোর্ট এলাকাতে অবস্থিত র‌্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির সাবেক ইনচার্জ লে. কমান্ডার এম এম রানাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে র‌্যাব-১১ কমান্ডিং অফিসার লে. কর্নেল তারেক সাঈদ মাহমুদ এবং র‌্যাব-১১ মেজর আরিফ হোসেনকে শনিবার ৫দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।
রিমান্ডের পর তিনজনকে মাসদাইরে জেলা পুলিশ লাইনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া