adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারো সাংবাদিকদের অপবাদ দিলেন বদি

ঢাকা: কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি- যার বিরুদ্ধে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে- বলেছেন, ‘সাংবাদিকরা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। নিজেদের মিডিয়া মালিকেরাই এ ব্যবসার সঙ্গে জড়িত। নিজেদের আড়াল করতেই তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রোববার বদিকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জিজ্ঞাসাবাদ শেষে দুদক থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আবদুর রহমান বদি আরো বলেন, ‘আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংসদ সদস্য পদ ছেড়ে দেব।’
ইয়াবা ব্যবসা প্রসঙ্গে বদি আরো বলেন, ‘স্থানীয় সাংবাদিক এবং ছোট ব্যবসায়ীরা এ ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত। তারা আমার নাম ভাঙ্গিয়ে এ কাজ করছে।’  
কক্সবাজারের প্রতিটি থানায় তার বিরুদ্ধে থাকা মামলা প্রসঙ্গে বদি বলেন, ‘প্রতিটি মামলাই উদ্দেশ্যপ্রণোদিত।’
আপনার আয়ের উৎস কি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বদি বলেন, ‘আমি সীমান্ত ব্যবসা করি।’ বিষয়টি বুঝতে সাংবাদিকরা অক্ষমতা প্রকাশ করলে তিনি বলেন, ‘আমি সেগুন কাঠ, মাছ ইত্যাদির ব্যবসা করি।’  
রোহিঙ্গাদের ভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা আমাকে ভোট দেয়নি।’
২০০৯ সালের হলফনামা ও দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য দাখিলকৃত হলফনামায় ব্যবধান প্রসঙ্গে তিনি সাংবাদিকদের সামনে প্রশ্ন রাখেন- ‘তখন বাজারদর কি ছিল আর এখন কি?’    

তবে বদি স্বীকার করেন, গত ২০০৮ সালের তুলনায় বিগত ৫ বছরে তার সম্পদ ‘কিছুটা’ বেড়েছে। তবে তা বেড়েছে আমদানি-রপ্তানির বৈধ ব্যবসার মাধ্যমে।
অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের জনসংযোগকারী কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, ‘সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে অবৈধ সম্পদ উপার্জনের যে অভিযোগের অনুসন্ধান করা হয়েছে তার অংশ হিসেবেই জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করা হয় তাকে।’
তিনি আরো বলেন, ‘মন্ত্রী, সংসদ সদস্যদের অবৈধ সম্পদ অনুসন্ধানের ধারাবাহিকতায় আগামী ২০ তারিখ সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, ২৩ তারিখ সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হক এবং ২৪ তারিখ সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানকে তলব করবে দুদক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া