adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গুলশানে মালিকের বাসার সামনে বেতন-ভাতার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : দশ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে রবিবার সকাল থেকে রাজধানীর গুলশানে মালিকের বাসার সামনে অবস্থান নিয়েছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

জানা গেছে, প্যারাডাইস গ্রুপের ওই কারখানার শ্রমিকদের ১০ মাসের বেতন-ভাতা বকেয়া।

শিল্প পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শ্রমিকরা গুলশান এভিনিউ মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।

গুলশান থানা পুলিশ ও শিল্প পুলিশ মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের সমস্যা সমাধান করার চেষ্টা করছে।

এছাড়া রবিবার সকাল থেকে গাজীপুরে হামীম গ্রুপসহ সাভার, আশুলিয়ায়, গাজীপুর ও নারায়ণগঞ্জের ১৫ কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকাসহ পোশাক কারখানা অধ্যুষিত এলাকায় বিক্ষোভ করে আসছেন শ্রমিকরা। একাধিক স্পিনিং মিলেও শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া গেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া