adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক ম্যাচ আগেই সিরিজ জিতলো জিম্বাবুয়ে

Zimbabwe1444581440ক্রীড়া ডেস্ক : প্রথম ম্যাচে দুই উইকেটে জয় পায় জিম্বাবুয়ে। এরপর রোববার দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। এর মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল তারা।
 
রোববার হারারে স্পোর্টস কাব মাঠে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেন স্টার্লিং। যেখানে ৯টি চারের মার ছিল। দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ রান আসে গ্রে উইলসনের ব্যাট থেকে। এ ছাড়া ৫০ রান করেন নীল ও’ব্রায়েন।
 
বল হাতে জিম্বাবুয়ের সিকান্দার রাজা ৩ উইকেট নেন।
 
জয়ের জন্য ২৬৯ রানের ল্েয ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৩ বলে ৫ উইকেট হারিয়ে ল্েয পৌঁছে যায় জিম্বাবুয়ে। এই জয়ে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রাখেন ক্রেইগ অরভিন। তিনি ১২২ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেন। যেখানে ৯টি চার ও ২টি ছক্কার মার ছিল। এ ছাড়া উইলিয়ামস ৪৩, সিকান্দার রাজা ৩৩ ও চিবাবা ৩০ রান করেন।
 বল হাতে আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন ২টি উইকেট নেন। ম্যাচসেরা নির্বাচিত হন ক্রেইগ আরভিন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া