adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকার দুই সিটির ৪৯৩ স্থানে পশু কুরবানি

Cattle-thereport24নিজস্ব প্রতিবেদক : ঈদুল আযহার সময় পশু কুরবানি দিতে ঢাকার দুই সিটি করপোরেশনে ৪৯৩টি স্থান নির্ধারণ করেছে সরকার।
সচিবালয়ে বৃহস্পতিবার দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভাসহ বিভিন্ন স্থানে কোরবানির পশু জবাই করার স্থান নির্দিষ্টকরণ সভা শেষে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আব্দুল মালেক সাংবাদিকদের এ তথ্য জানান।
জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ২৪ বা ২৫ সেপ্টেম্বর দেশে ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা বা কুরবানির ঈদ পালিত হবে।
সচিব বলেন, ‘প্রাথমিকভাবে কুরবানির পশু জবাই করার জন্য ঢাকার দুই সিটি করপোরেশনে ৪৯৩টি স্থান নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে দক্ষিণ সিটি করপোরেশনে ২৮৫ ও উত্তর সিটি করপোরেশনে ২০৮টি। এ সংখ্যা আরও বাড়তে পারে। কাউকে সেখানে যেতে বাধ্য বা জোর করা হবে না। আমরা সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্নভাবে কুরবানি করার অনুরোধ জানাতে চাই।’
তিনি বলেন, ‘সরকারি-বেসরকারি খালি জায়গাগুলো সিটি করপোরেশনও পৌরসভা কুরবানির জন্য প্রস্তুত করবে। স্থানগুলো জীবানুমক্ত করে রাখতে হবে। সবার জন্য তা উš§ুক্ত থাকবে। সেখানে ইমাম, কসাই, পরিচ্ছন্নতাকর্মী থাকবেন।’
‘গ্রামে কয়েকটি বাড়ির লোকজন একটি স্থানে কুরবানি করে, আমরা শহরে কেন পারব না। এক জায়গায় কুরবানি করলে বর্জ্য পরিষ্কার করতে সুবিধা হয়, প্রত্যেক বাড়ির সামনে কুরবানি করলে বর্জ্য পরিষ্কারে অসুবিধা হয়’ বলেন স্থানীয় সরকার সচিব।
একটি স্থানে কুরবানি করতে ইমামদের মাধ্যমে সচেতনতা সৃষ্টিতে ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে জানিয়ে মালেক বলেন, ‘জুমার নামাজের বয়ানে ইমামরা অনেকে মিলে একটি জায়গায় কুরবানি করার সুফল তুলে ধরবেন। এ ছাড়া ঈদের তিন দিন আগে থেকে প্রচারণা চালানো হবে। কাউন্সিলরাও এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করবেন।’
চট্টগ্রামে কুরবানির জন্য ২০টি স্থান নির্ধারণ করা হয়েছে জানিয়ে সচিব বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়তনের তুলনায় এ সংখ্যা খুবই কম। এখানে কমপক্ষে ২০০ স্থান হওয়া উচিত। এ বিষয়ে দেখার জন্য বলব।’
সংশ্লিষ্টদের উদ্দেশে সচিব বলেন, ‘জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন রাস্তায় বা রেললাইনে পশুর হাট বসতে দেবেন না। হাসপাতালের কাছেও হাট বসানো যাবে না। সামান্য কিছু রেভিনিউয়ের জন্য এভাবে হাট বসানোর প্রয়োজন নেই।’
দেশে ১১টি সিটি করপোরেশন ২২৩টি পৌরসভা আছে জানিয়ে আবদুল মালেক বলেন, ‘এবার ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে ১০ ও উত্তর সিটি করপোরেশনে ৬টি অস্থায়ী পশুর হাট বসবে।’
গত বছর দুই সিটি করপোরেশনে মোট হাটের সংখ্যা ১৮টি ছিল বলে স্থানীয় সরকার বিভাগ থেকে জানা গেছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া