adv
৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেটের হাই পারফরম্যান্স ক্যাম্প শ্রীলঙ্কায় হতে পারে

স্পোর্টস ডেস্ক :করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় দেশের ক্রিকেট অঙ্গন সচল হতে শুরু করেছে। কদিন আগেই ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন শুরুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় এবার হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট চালু করছে বিসিবি।

পরিকল্পনা অনুযায়ী দেশে এইচপির অনুশীলনের সঙ্গে শ্রীলঙ্কাতে ক্যাম্প করার কথা ভাবছে বিসিবি। এমনটাই জানিয়েছেন, বিসিবি এইচপি ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়। বুধবার এইচপি কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি।

দুর্জয় বলেছেন, শ্রীলঙ্কা যদি আমরা যাই সেখানে ম্যাচ খেলবো, ট্রেনিং করবো। তার আগেও তো আমাদের একটা প্রস্তুতির দরকার কোথাও যাওয়ার আগে। সেটা তো এখান থেকেই শুরু করতে হবে। এটার সঙ্গে অভ্যস্ত হওয়ারও ব্যাপার আছে। সেটাও মাথায় আছে।

দেশে পর্যাপ্ত সময় সুযোগ না পেলে শ্রীলঙ্কাতেও এইচপি ক্যাম্প করার চিন্তার কথা জানান তিনি। এটা নিয়ে তাদের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানালেন দুর্জয়। – ক্রিকফ্রেঞ্জ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া