adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হোটেলে মরা মুরগি : সাজা হলো জামাই ও শ্বশুড়ের

ডেস্ক রিপোর্ট : গাজীপুরে মরা ও পচা মুরগি বিক্রির অভিযোগে একটি খাবার হোটেলের মালিকসহ দুই জনকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জয়দেবপুর থানার এসআই জহিরুল ইসলাম জানান, রোববার রাতে চান্দনা চৌরাস্তা এলাকার ‘সুরমা হোটেলে’ অভিযান চালানো হয়।   সাজাপ্রাপ্তরা হলেন- হোটেল মালিক স্থানীয় কাশেম আলী (৫০) ও তার জামাতা নওগাঁ জেলার রানীনগর এলাকার আবু রেজা (২৮)।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. আরেফিন এই দুজনকে তিন মাস করে কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক মাসের সাজা দিয়েছেন।
স্থানীয়রা জানিয়েছে, রেজা তার শ্বশুড়ের হোটেলের ব্যবসা দেখাশোনা করেন।  
এসআই জহিরুল বলেন, রাত ৮টার দিকে মারুফ নামে এক ব্যাক্তি ওই হোটেলে মুরগির গ্রিল খাওয়ার সময় পচা গন্ধ পান এবং বমি করে দেন। এ নিয়ে হোটেলে হট্টগোল শুরু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেলের ভেতরে তল্লাশি চালায় এবং সাতটি মরা ও পঁচা মুরগি জব্দ করে। এ সময় হোটেল মালিক কাশেম ও তার জামাই রেজাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে দেয়া হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া