adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সূর্যের ভেতর যাওয়া-আসার পথ!

sun1458387499ডেস্ক রিপোর্ট : সূর্যের ভেতর যাওয়া আসার দরজা রয়েছে এবং সেই দরজা দিয়ে ভীনগ্রহের প্রাণীদের যান সূর্যের ভেতর যাওয়া আসা করে, সম্প্রতি এমন দাবী করেছে ইউএফও গবেষকরা।
 
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সোহো (সোলার অ্যান্ড হোলিওসফেরিক অবজারভেটরি) স্যাটেলাইটের তোলা সূর্যের একটি ছবিকে ঘিরে বিতর্কিত এই দাবী করেছেন ইউএফও গবেষকরা।
 
আপনি বিশ্বাস করুন আর নাই করুন, দাবী করা হয়েছে সূর্যের ভেতর ফাঁকা জায়গা রয়েছে। নাসার তোলার সূর্যের ছবিতে সাদা উজ্জ্বল খাদ চিহ্নিত করেছেন ইউএফও গবেষকরা। এবং সেই খাদে প্রবেশ পথ রয়েছে, যার মধ্যে দিয়ে ভীনগ্রহের প্রাণীদের শক্তিশালী যান সূর্যের ভেতরের ওই জায়গাটিতে যাওয়া আসা করে থাকে বলে মনে করছেন ইউএফও গবেষক স্কট সি ওয়ারনিং।
 
তিনি তার ব্লগে লিখেছেন, ‘সূর্যের মধ্যে বড় একটি প্রবেশ পথ খুলতে গেছে এ সপ্তাহে, যদিও তা অল্প অংশজুড়ে, কিন্তু সূর্য জুড়ে ফাটল ধরাতে যথেষ্ট। এই ফাটলের মধ্যে উজ্জ্বল সাদা আলো চমকাতে দেখা গেছে। এটা হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইউএফও’র আসা-যাওয়া সুবিধার জন্য।’
 
তিনি আরো বলেন, ‘অনেক ইউএফও গবেষকই এটা বিশ্বাস করেন যে, সূর্যের একটা আর্টিফিসিয়াল গঠন রয়েছে। এর বাইরের জাজ্বল্যমান দিকটি ছদ্মবেশ।’
 
এদিকে নাসা এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।


 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া