adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সশস্ত্র বাহিনীর নির্মিত ক্ষেপণাস্ত্র দেখে বিশ্ব হতবাক: ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর একেকটা ক্ষেপণাস্ত্র দেখে গোটা বিশ্বই হতবাক হচ্ছে। এই সশস্ত্র বাহিনী দেশের গর্ব। তিনি আজ (বৃহস্পতিবার) পূর্ব আজারবাইজান প্রদেশ সফরের সময় এ কথা বলেন।

সেখানে তিনি উন্নয়ন বিষয়ক উৎসবে অংশ নিয়ে আরও বলেন, ‘ক্ষেপণাস্ত্র তৈরি অবশ্যই গর্বের বিষয়। যারা উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করছে অর্থাৎ আমাদের সশস্ত্র বাহিনীকে নিয়ে আমি গর্ব করি।’

ইরান সম্প্রতি এই প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন করেছে। ইরানসহ বিশ্বের মাত্র চারটি দেশের কাছে এই প্রযুক্তি রয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এটাকে দেশের জন্য অনেক বড় অর্জন হিসেবে দেখছে ইরানের সব মহল।

ইরানের প্রেসিডেন্ট বলেন, যারা উৎপাদনের সঙ্গে জড়িত তাদের প্রতি সব ধরণের সমর্থন ও সহযোগিতা প্রদানকে সরকার ও সংসদ নিজেদের দায়িত্ব বলে মনে করে। শুধু অর্থনৈতিক সহযোগিতা নয়, আইনগত সহযোগিতাও দেবে সরকার।

তিনি আরও বলেন- ইরানে উৎপাদন বাড়ুক এবং কর্মসংস্থান সৃষ্টি হোক শত্রুরা তা চায় না। তারা বেকারত্ব ও পুঁজির সংকট তৈরি করে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে নতজানু করতে চায়। পার্সটুডে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া