adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোপা জয়ের সম্ভাবনা নেই, তবুও গোল উৎসব করে জয়ের ক্ষুধা মেটালো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক : শিরোপা ধরে রাখার সম্ভাবনা প্রায় শেষ। তবে গোল বা জয়ের ক্ষুধা যে আছে আগের মতোই, তারই দেখা মিলল ম্যানচেস্টার সিটির পারফরম্যান্সে। দাপুটে ফুটবলে বার্নলিকে গোলবন্যায় ভাসালো পেপ গুয়ার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে সোমবার রাতে ৫-০ গোলে জিতেছে গত দুই আসরের চ্যাম্পিয়ন সিটি। ফিল ফোডেনের নৈপুণ্যে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের শেষ দিকে অল্প সময়ের ব্যবধানে জোড়া গোল করেন মাহরেজ। বিরতির পর দাভিদ সিলভা স্কোরশিটে নাম লেখানোর পর দ্বিতীয় গোলের দেখা পান ফোডেন।

৩০ ম্যাচে ২০ জয় ও তিন ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে আছে সিটি। প্রায় ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়া লিভারপুলের পয়েন্ট ৮৩। ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণে আধিপত্য করা সিটি ২২তম মিনিটে এগিয়ে যায়। ছোট করে নেওয়া কর্নারে বল পেয়ে বের্নার্দো সিলভা লম্বা পাস দেন ফোডেনকে। প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে প্রায় ২০ গজ দূর থেকে বাঁ পায়ের জোরালো নিচু শটে ঠিকানা খুঁজে নেন ২০ বছর বয়সী তরুণ মিডফিল্ডার। – গোল ডটকম

অনাকাক্সিক্ষত বিরতির পর গত বুধবার লিগ ফেরার দিনে আর্সেনালের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচেও জালের দেখা পেয়েছিলেন এই ইংলিশ ফুটবলার। ৪৩তম মিনিটে দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন মাহরেজ। নিজেদের সীমানা থেকে ফের্নান্দিনিয়োর উঁচু লম্বা করে বাড়ানো বল ধরে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন আলজেরিয়ান মিডফিল্ডার।

ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে মাহরেজের সফল স্পট কিকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিটি। ডি-বক্সে সের্হিও আগুয়েরো ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আসরে মাহরেজের গোল হলো ৯টি। পেনাল্টি পাওয়ার ঘটনায় বড় একটা ধাক্কাও খায় সিটি। পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন আসরে এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ ১৬ গোল করা আগুয়েরো।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভার পাস পেয়ে কাছ থেকে স্কোরলাইন ৪-০ করেন স্প্যানিশ মিডফিল্ডার দাভিদ সিলভা। আর ৬৩তম মিনিটে দারুণ এক আক্রমণে নিজের দ্বিতীয় গোলটি করেন ফোডেন। দাভিদ সিলভার পাস পেনাল্টি স্পটের কাছে পেয়ে শট নিয়ে পেছনে ঠেলে দেন জেসুস। প্রথম ছোঁয়ায় বাঁ পায়ের বাকি কাজ সারেন ফোডেন। পুরো ম্যাচে একচেটিয়া আধিপত্য করা সিটি লক্ষ্যে মোট সাতটি শট নেয়, যার পাঁচটিতেই গোল। অন্যদিকে, লক্ষ্যে একটিও শট নিতে পারেনি বার্নলি। ৩৯ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে আছে তারা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2020
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া