adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার শুরু ইউরো-২০২০ বাছাই পর্ব

স্পোর্টস ডেস্ক : ২. এই পর্ব থেকে উঠে আসা ২৪টি দল আগামী বছর অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করবে। এবারই প্রথমবারের মত সরাসরি কোন দল মূল আসরে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না। এমনকি স্বাগতিক হিসেবেও বাড়তি কোন সুবিধা কোন দলই পাচ্ছেনা।

৩. বাছাইপর্বে উয়েফার ৫৫টি দেশ সর্বমোট ১০টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিবে। এর মধ্যে ৬টি দল পাঁচটি গ্রুপে ও ৫টি দল পাঁচটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। গ্রুপে প্রতিটি দল একে অপরের সাথে হোম-এ্যাওয়ে ভিত্তিতে খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল অর্থাৎ ২০টি দল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

৪. সনাতনী গ্রুপ পর্বের ম্যাচ শেষে শীর্ষ ২০টি দল তো যাবেই, তবে বাকি চারটি পজিশনের জন্য প্লে-অফের নিয়ম এবার কিছুটা জটিল করা হয়েছে। গত বছর উয়েফার ৫৫টি দল নিয়ে প্রথমবারের চালু করা হয়েছে নেশন্স লিগ। দলগুলো তাদের অবস্থানের ভিত্তিতে চারটি টায়ারে (লিগ এ-ডি) চারটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিয়েছে।

৫. গ্রুপ পর্ব শেষে নেশন্স লিগের ১৬টি গ্রুপ বিজয়ী প্লে অফে খেলার ব্যপারে সুবিধাজনক অবস্থানে থাকবে। তবে বাছাইপর্বে শীর্ষ দুইয়ে থাকতে ব্যর্থ হলেই কেবলমাত্র তারা প্লে অফ খেলার সুযোগ পাবে।

নেশন্স লিগের ১৬টি দল হলো :

লিগ এ : ইংল্যান্ড, নেদারল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড

লিগ বি : বসনিয়া এন্ড হার্জেগোভেনিয়া, ডেনমার্ক, সুইডেন, ইউক্রেন

লিগ সি : ফিনল্যান্ড, নরওয়ে, স্কটল্যান্ড, সার্বিয়া

লিগ ডি : বেলারুস, মেসিডোনিয়া, জর্জিয়া, কসভো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া