adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এভারটনকে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক : ভাগ্য মন্দ এভারটনের। সমান তালে লড়েও রুখতে পারলো না ম্যানচেস্টার সিটিকে। খেলার শেষ ৬ মিনিটেই বাজিমাত করলো ম্যানসিটি। দু’দুটি গোল করে পৌঁছে গেলো কাক্সিক্ষত লক্ষ্যে।
এভারটনের মাঠ গুডিসন পার্কে শনিবার (২০ মার্চ) রাতে কোয়ার্টার-ফাইনালে ২-০ ব্যবধানে জিতেছে সিটি। একটি করে গোল করেন ইলকাই গিনদোয়ান ও কেভিন ডে ব্রুইনে।
প্রথমার্ধে বল দখলে সিটি একচেটিয়া আধিপত্য করলেও প্রতিপক্ষ গোলরক্ষককে সেভাবে পরীক্ষায় ফেলতে পারেনি। শেষ দিকে ছয় মিনিটের মধ্যে দুই গোল করে সব অনিশ্চয়তার ইতি টানে সফরকারীরা। ৮৪তম মিনিটে এমেরিক লাপোর্তের শট ক্রসবারে লেগে ফেরার পর ডাইভিং হেডে ফাঁকা জালে বল পাঠান দারুণ ছন্দে থাকা গিনদোয়ান। চলতি বছর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ১২তম গোল।
আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে দুই বদলি খেলোয়াড়ের নৈপুণ্যে স্কোরলাইন হয় ২-০। একটু আগেই গিনদোয়ানের বদলি নামা রদ্রির পাস ধরে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোলটি করেন ডে ব্রুইনে। এই নিয়ে টানা তিন মৌসুমে এফএ কাপের সেমি-ফাইনালে উঠল সবশেষ ২০১৮-১৯ আসরে শিরোপা জেতা সিটি। – দ্য সান / বিডিনিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া