adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভর্তুকি দেওয়া থেকে আমাদের সরে আসতে হবে : পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ভর্তুকি ন্যায়সংগত নয়, ভর্তুকি কোনো খয়রাতি নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভর্তুকি, ভর্তুকি, ভর্তুকি। আর কত? এটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভর্তুকি থেকে আমাদে সরে আসতে হবে। ভর্তুকি ন্যায়সংগত নয়, ভর্তুকি কোনো খয়রাতি নয়।’

এম এ মান্নান জানান, একনেক সভায় ভর্তুকির বিষয়ে কথা হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধীরে ধীরে ভর্তুকি থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন।

ভর্তুকি বিষয়ে মন্ত্রী বলেন, ‘কোনো না কোনো ব্যক্তি পাচ্ছে, কোনো না কোনো ব্যক্তি দিচ্ছে। এটা অবশ্যম্ভাবী সত্য। ভর্তুকি ইজ অ্যা ভেরি সিরিয়াস ম্যাটার। উই মাস্ট গেট আউট অব দিস সিস্টেম।’

‘আমাদের সকলের প্রতি এটা উপদেশ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, ভর্তুকি থেকে সরে আসার কৌশল বের করুন ধীরে ধীরে। একবারে করলে তো পড়ে যাবে। সো লেট আস কাম আউট অব দিস সিস্টেম।’

একনেক সভায় ভর্তুকির নিয়ে আলোচনা উত্থাপনের প্রসঙ্গ জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘যখন বিদ্যুৎ নিয়ে কথা হচ্ছিল, বিদ্যুতের মিটারিং নিয়ে, তখন মিটারিংয়ে বিদ্যুতের মূল্য, বিদ্যুতের কস্ট, বিদ্যুতের নানা ব্যবহার নিয়ে অনেক কথা-বার্তা হয়েছে। তখনই এই কথাটা এসেছে যে, ভর্তুকি আমরা অনেক ক্ষেত্রে দিচ্ছি। বিদ্যুতের ক্ষেত্রেও দিচ্ছি। এটা থেকে আমাদের বেরিয়ে আসার পথ খুঁজে বের করতে হবে।’

একনেক সভায় ৬১৯ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ‘স্মার্ট প্রি পেমেন্ট মিটারিং প্রজেক্ট ইন ডিস্ট্রিবিউশন জোন অফ বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড’ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রকল্পটি নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন বলেও জানান এম এ মান্নান।

সভায় প্রধানমন্ত্রীর সরকারি-বেসরকারি হাসপাতালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, দ্রুত ফাইভজি সেবা চালু, পাশাপাশি ফোরজি সেবা শক্তিশালী করতে নির্দেশ দেন বলেও জানান তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া