adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সরকার যদি সীমা ছাড়িয়ে যায় তখন আন্দোলন শান্তিপূর্ণ থাকবে না’

ডেস্ক রিপাের্ট : বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ অহিংস আন্দোলন করছে। কিন্তু সরকার বিএনপিকে বিভিন্নভাবে উস্কানি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আমরা তাদের উস্কানিতে সাড়া দেবো না। তবে সরকারের নিয়ন্ত্রণ সীমা অতিক্রম করলে আমাদের আন্দোলনও আর শান্তিপূর্ণ থাকবে না।

মঙ্গলবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় আদালতের দেয়া খালেদার সাজার রায় নিয়েও হুঁশিয়ারি উচ্চারণ করেন শাহজাহান। বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায় নিয়ে সরকার নিম্ন আদালতকে যেভাবে নিয়ন্ত্রণ করছে, হাইকোর্টকে সেভাবে নিয়ন্ত্রণ করলে বিএনপির আন্দোলন শান্তিপূর্ণ থাকবে না।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জাতীয় নির্বাহী কমিটির অ্যাডভোকেট আবদুর রহিম, যুগ্ম সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী খান, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম বাহার হিরণ, সাধারণ সম্পাদক ভিপি জসিম, পৌর বিএনপির সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষা চন্দ্র দাস প্রমুখ।

গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দেয়ার পর থেকে বিএনপির কর্মসূচি দিয়েছে নমনীয়। ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে বিএনপির কর্মসূচিতে ব্যাপক সহিংসতা ও প্রাণহানি হলেও এবার তার কিছুই হয়নি। আর ক্ষমতাসীন দল বিএনপির ‘শান্তিপূর্ণ’ কর্মসূচি নিয় টিপ্পনি কাটছে। যদিও বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতেই সরকার পতনের আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে তাদেরকে হঠকারী কোনো কর্মসূচি দিতে নিষেধ করেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া