adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহেশখালিতে বন কর্মকর্তার নানা অনিয়ম উজাড় হচ্ছে মূল্যবান গাছ

7569707804_c6c563139aজামাল জাহেদ,কক্সবাজার : কক্সবাজার উপকুলীয় বনবিভাগের মহেশখালি উপজেলা রেঞ্জের আওতাধীন ঘটিভাংগা সোনাদিয়ার  বনবিটের সংরক্ষিত বনাঞ্চল ও সামাজিক বনায়নের ফলে দারিদ্র বিমোচন প্রকল্পের বড়  ঝাউগাছসহ বনভুমি দিনদিন উজাড় করা হচ্ছে বিট কর্মকর্তার যোগসাজশে। জানা যায় পাচার হয়ে যাচ্ছে মূল্যবান ঝাউবনের বড় গাছ,বাইন ও গেওয়া ফলে বনভুমি কমে যাচেছ, দিনদিন বাইন কেটে কেটে বিক্রি করা হচ্ছে স্থানীয় বাজারে। ঘটিভাংগা বনবিটের দূর্নীতিবাজ বন কর্মকর্তা ও কর্মচারীদের উদাসীণতায় এসব বনাঞ্চল উজাড় হয়ে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। 
অপরদিকে একই রেঞ্জের অধীনে মহেশখালি এলাকায় চলছে পাহাড় কাটার প্রতিযোগিতা। পরিবেশবাদীদের অভিযোগ, একদিকে গাছ কাটা আরেকদিকে পাহাড় কাটার ফলে পরিবেশেরও মারাত্মক বিপর্যয় ঘটার আশঙ্কা দেখা দিবে। বিট কর্মকর্তা  পেয়ার মাহমুদ পিয়ারো ঘটিভাংগা বনবিটে যোগদানের পর থেকে স্থানীয় কাঠ চোরাকারবারীদের সাথে যোগসাজস করে বনের সৃজিত মূল্যবান বড় বড় ঝাউবন ও বাইন গাছ গুলো রাতের আধারে কেটে পাচার করে দিচ্ছে। এর সঙ্গে প্যারাবনে চিংড়িমাছ চাষ করার নামে হাড়িঘের করার অনুমতি দিয়ে প্রায় ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সরকারি নিয়ম মতে প্যারাবন গভীরে লাইফবোট নিয়ে ডিউটি করার কথা থাকলেও স্টাফসহ বিট সদস্যরা সিভিল পোশাকে ওয়াপদা বেরিবাধের উপর, নয়তো ঘটিভাংগা ব্রীজে দায়িত্ব পালন করে। এই সুযোগে বন নিধনকারীরা বনের গভীরে বৃক্ষ নিধন করে থাকে বলে অভিযোগে জানান জনৈক জালাল মিয়া। পুর্ব পাড়ার মোহাম্মদ শফি জানায়,বিট কর্মকর্তা ও বন প্রহরীদের ডিউটি বনে করার কথা থাকলেও তারা বেশির ভাগ সময় অফিসে আড্ডা দিয়ে অথবা চায়ের দোকানে সময় পার করে। বিটের যোগসাজশে বিভিন্ন চোরাই কাঠ ব্যবসায়িদের সাথে আতাত করে সামাজিক বনায়ণের গাছ গুলো কেটে নিয়ে যাচ্ছে। এদের আশ্রয়ে   এক শ্রেণির স্থানীয় বনখেকো বনভুমির জায়গা দখলে নিচেছ। এছাড়া বিট কর্মকর্তার সহায়তায় ওই এলাকায়  বহিরাগত লোকজন এসে বনভূমি দখল করে নিয়েছে। এ সুযোগে তারা সামাজিক বনায়নের গাছ কেটে বন উজাড় করে দিচ্ছে। এ অবস্থায় সরকারের কোটি টাকার বনসম্পদ ও সামাজিক বনায়ন রক্ষা করা যাচ্ছে না। দারিদ্র বিমোচন প্রকল্পের কোটি টাকা গাছসহ বন দুর্নীতিবাজ বিট কর্মকর্তার অবহেলায় ধ্বংস হবে তা মানতে পারছেনা জনগন। ইতিহাস ও প্রকৃতিগত ভাবে অতিরিক্ত জ্বলোচ্ছাস, খরা ও বন্যা কবলীত এলাকায় একমাত্র মানুষের নিরাপত্তার জন্য এই প্রাকৃতিক বনটি প্রহরী হিসেবে কাজ করে আসছে। যেমনটা রক্ষা করেছিলো ভয়াল ৯১ সালে, ২০০৭ সালের মহা-প্রলয়ংকারী ঘুর্ণিঝড় সিডর, ২০০৯ সালের আইলার কবল হইতে এ সবুজ বেষ্টনির কারণে এলাকার বেড়িবাঁধসহ  সাধারণ জনগনের জীবন রক্ষা হয়েছিলো। কিন্তু বারংবার কিছু অসত বন কর্মকর্তা ও তার সহকারীরা অসত উদ্দেশ্যে নিজেদের স্বার্থ হাসিলের জন্য কতিপয় অসত দুর্নিতীবাজ লোভি মানুষকে প্রভাবিত করিয়া কতিপয় অসাধু ব্যক্তিকে ব্যবহার করে সরকারি বনভুমির আওতায় থাকা কেওড়,বাইন, গড়াইন,গেওয়া গাছ,ঝাউবন কেটে বন উজার করে ফেলে। এ ব্যাপারে মহেশখালি উপজেলা বন বিভাগের রেঞ্জ কমকর্তা জাহাঙ্গীর ইকবাল জানান,তদন্ত করে ব্যবস্থা নেবো। এ বিষয় উপকূলীয় বন বিভাগের জেলা বন কর্মকর্তা এসিএফ এনামুল হকক বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে অতিসত্বর।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া