adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গার্মেন্ট ও রাজনীতিতে অস্থিরতায় রপ্তানিতে ধস

image_63807_0ঢাকা: গত সেপ্টেম্বর মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ৫ শতাংশ বেশি রপ্তানি আয় হলেও অক্টোবরে লক্ষ্যমাত্রার চেয়ে কমেছে সোয়া ৬ শতাংশ। বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীলতা, তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড, রানাপ্লাজা ধস আর শ্রমিক অসন্তোষের ঘটনা নিয়ে দেশে-বিদেশে ভাবমূর্তী ক্ষুণ্ণ হওয়া, ডলারের বিপরীতে টাকার মান বেড়ে যাওয়ায় রপ্তানি আয় এভাবে ধস নামছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, অক্টোবরে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার তুলনায় ৬ দশমিক ২৩ শতাংশ কম হয়েছে। এ মাসে ২২৬ কোটি ৫ হাজার মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে ২১১ কোটি ৯২ লাখ ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে মাত্র ২ দশমিক ০৩ শতাংশ বেশি।

অপরদিকে সেপ্টেম্বর মাসে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে ২৬ দশমিক ৯৪ শতাংশ বেশি হয়েছে। এ মাসে ২০৪ কোটি ৪৫ হাজার ডলার আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে ২৬৯ কোটি ২৪ হাজার ডলার। যা গত বছরের একই মাসের চেয়ে ৩৬ দশমিক ২৬ শতাংশ বেশি।

সার্বিকভাবে এ মাসের ব্যবধানে রপ্তানি আয় কমেছে প্রায় সোয়া ১১ শতাংশ।



এক মাসের ব্যবধানে রপ্তানি আয় এভাবে কমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে বিশিষ্ট সামষ্টিক অর্থনীতিবিদ ড. মুহাম্মদ মাহবুব আলী বাংলামেইলকে বলেন, ‘সম্প্রতি দেশে ঘটে যাওয়া সাভারের রানাপ্লাজা ধস ও তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের কারণে বিদেশে দেশের ভাবমূর্তী খারাপ হয়েছে। বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীলতা, বিরোধী দলের লাগাতার কর্মসূচি দেয়ার হুমকি, প্রতিবেশি দেশগুলো কর্তৃক বিদেশে অপপ্রচারণা এবং ডলারের বিপরীতে টাকার মূল্যমান হঠাৎ করে বেড়ে যাওয়া- এসব কারণে বিদেশের ক্রেতারা তাদের ক্রয় আদেশ দিচ্ছে না। আবার অনেকেই যে ক্রয় আদেশ দিয়েছিল সেগুলো ফিরিয়ে নিচ্ছে- এসব কারণেই রপ্তানি আয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না।’

তবে ইপিবির প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০১৩-২০১৪ অর্থবছরের প্রথম ৪ মাসে (জুলাই-অক্টোবর) মোট রপ্তানি আয় হয়েছে ৯৭৪ কোটি ৭২ লাখ ডলার। এ আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৪৭ শতাংশ বেশি। আর লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ১৭ শতাংশ বেশি।

ইপিবির হালনাগাদ মাসিক রপ্তানি প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, রপ্তানির বড় খাতের মধ্যে অর্থবছরের প্রথম ৪ মাসে নিটওয়্যারে (গেঞ্জি, সুয়েটার) আয় লক্ষ্যমাত্রার তুলনায় বাড়লেও আরেক বড় খাত ওভেনে (শার্ট-প্যান্ট) আয় লক্ষ্যমাত্রার ১ দশমিক ৭৩ শতাংশ চেয়ে পিছিয়ে আছে।

চলতি অর্থবছরের ৪ মাসে ওভেন খাতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ২০ শতাংশ। ৩৯৩ কোটি ২৪ লাখ ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি হয় ৩৮৬ কোটি ৪২ লাখ ডলার। আর নিটওয়্যার খাতের প্রবৃদ্ধি ১৭ দশমিক ৮৫ শতাংশ। এক্ষেত্রে ৩৬২ কোটি ৯৩ হাজার ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে প্রকৃত রপ্তানি আয় দাঁড়ায় ৪০২ কোট ২২ লাখ ডলার।

এছাড়া হিমায়িত খাদ্য, চামড়া, কার্পেট, প্রকৌশল পণ্য, বাইসাইকেল, আসবাবসহ কয়েকটি খাতের পণ্য রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে বেশি হওয়ায় আলোচ্য সময়ে সামগ্রিকভাবে প্রবৃদ্ধি ভালো হয়েছে।

অন্যদিকে ওভেন পোশাক, পাট ও পাটজাত পণ্য, পাদুকা, টেরিটাওয়েল, কৃষিজাত পণ্য, প্লাস্টিকসহ বেশিরভাগ পণ্যেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

বাংলাদেশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ইএবি) সভাপতি ও পোশাকশিল্প রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘রপ্তানি আয়ে এ ধস মূলত তাজরীন ফ্যাশানসে আগুন ও রানাপ্লাজা ধস সেইসঙ্গে যুক্ত হয়েছে রাজনীতির নামে নাশকতা। পরপর এ ধরনের ঘটনায় বিদেশি ক্রেতারা ক্রয় আদেশ কমিয়ে দিয়েছে।’ এ অবস্থা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া